বেলজিয়াম প্রতিনিধি : স্বদেশ প্রত্যাবর্তন দিবস বেলজিয়াম আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও গণতন্ত্রের বিজয় দিবস পালন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
১০ই জানুয়ারী বেলজিয়াম আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি সফি উল্লাহ সফির সভাপতিত্বে সাধারণ সম্পাদক মনির হোসেন পলিনের পরিচালনায় বক্তব্য রাখেন সহসভাপতি রফিকুল আলম,যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম সাজু,যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সল ইসলাম মানিক,সাংগঠনিক সম্পাদক রাসেল মৌল্লা,দপ্তর সম্পাদক রাইসুল ইসলাম রাসেল,আইনবিষয়ক সম্পাদক নাসির উদ্দিন মিশু,লিয়াজ আওয়ামীলীগের সভাপতি হারুনুর রসিদ,সহসভাপতি বিকাশ গুপ্তা,সাধারণ সম্পাদক অমর ফারুক প্রমুখ। অনুষ্টানে বাংলাদেশ থেকে টেলিকনফারেন্সে যুক্ত হন বেলজিয়াম আওয়ামীলীগের সভাপতি বজলুর রশিদ বুলু। বক্তারা খালেদা জিয়ার কঠোর সমালোচনা করে বলেন, বেগম জিয়া যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য যতই চেষ্টা করেন না কেন তা আর সম্ভব নয়।তিনি নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছেন তাই তার শরিক দল থাকে ছেড়ে চলে যাচ্ছে। একইসাথে তারা আরো বলেন উদ্যোগ বিএনপি চেয়ারপার্সন ধ্বংসাত্মক রাজনীতির নামে দেশবাসীকে পুড়িয়ে মারা এবং ৫ জানুয়ারির নির্বাচনে অংশ নেয়া ভোটারদের কুকুর বলার জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে । বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের কথা স্মরণ করে বক্তারা বলেন, দীর্ঘ ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে এক সাগর রক্তের বিনিময়ে বিজয় অর্জনের পর ১৯৭২ সালের এই দিনে বাঙালির স্বাধীনতা সংগ্রামের মহানায়ক বঙ্গবন্ধু পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে রক্তস্নাত স্বাধীন-সার্বভৌম বাংলা-দেশের মাটিতে পা রাখেন। জীবন-মৃত্যুর কঠিন চ্যালেঞ্জের ভয়ঙ্কর অধ্যায় পার হয়ে সারা জীবনের স্বপ্ন, সাধনা ও নেতৃত্বের ফসল স্বাধীন-সার্বভৌম বাংলাদেশে মহান এ নেতার প্রত্যাবর্তনে স্বাধীনতা সংগ্রামের বিজয় পূর্ণতা পায়। জাতির পিতা তাঁর এই স্বদেশ প্রত্যাবর্তনকে আখ্যায়িত করেছিলেন অন্ধকার হতে আলোর পথে যাত্রা।
Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: