জনপ্রিয়
: প্রবাসী বিশ্ব সম্মেলন "বাংলাদেশ
গ্লোবাল সামিট কুয়ালালামপুর ২০১৬" সফল করায় এবং ওয়ার্ল্ড বাংলাদেশ অর্গানাইজেশনের
সভাপতি নির্বাচিত হওয়ায় অল ইউরোপীয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের (আয়েবা) মহাসচিব কাজি
এনায়েত উল্লাহ ইনুকে আগামী ১৩ই ডিসেম্বর মঙ্গলবার প্যারিসে নাগরিক সংবর্ধনা দেবে বাংলাদেশ
নাগরিক পরিষদ ফ্রান্স । শুক্রবার প্যারিসের ক্যাফে রয়েল রেষ্টুরেন্টে কমিটির প্রথম
প্রস্তুতি সভায় এ কথা জানানো হয়। সংগঠনের আহবায়ক সাহজাহান সারুর সভাপতিত্বে এবং টি.
এম. রেজার পরিচালনায় এ সময় সভায় বক্তব্য রাখেন কমিউনিটি লিডার শরিফ আল মোমিন, রজত রায়,
সুব্রত ভট্টাচার্জ শুভ, মিজান সরকার, কামাল মিয়া, তাপস বড়ুয়া রিপন, এমদাদুল হক স্বপন,
মোহিত আহমদ, সাংবাদিক মাম হিমু সহ প্যারিসের প্রায় ৩০টি সামাজিক সংগঠনের প্রতিনিধিরা
। সভায় সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে সকলে সহযোগিতা কামনা করেছে সংগঠনের নেতৃবৃন্দ ।
Subscribe to:
Post Comments (Atom)
Post A Comment:
0 comments: