জনপ্রিয়
অনলাইন :
প্রধানমন্ত্রী শেখ
হাসিনার বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল মারা গেছেন। ইন্না লিল্লাহি....রাজিউন। আজ
মঙ্গলবার রাজধানীর গুলশানে একটি রেস্তোরাঁয় তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান। প্রধানমন্ত্রীর
সহকারী প্রেসসচিব আসিফ কবির এ তথ্য জানিয়েছেন।
গুলশান-২-এর সামদাদো জাপানিজ কুইজিন নামের রেস্তোরাঁয়
দুপুরের দিকে মাহবুবুল হক শাকিল মারা যান। ঘটনাস্থল ঘুরে এসে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ
সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘শাকিল আর আমাদের মাঝে নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,
তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।’
বিকেলের দিকে ওই রেস্তোরাঁর সামনে বিদ্যুৎ ও
জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ সাংবাদিকদের বলেন, শাকিলের মরদেহ বারডেমের হিমঘরে
রাখা হবে। আগামীকাল বুধবার তাঁর ময়নাতদন্ত করা হবে। পরে বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের
কেন্দ্রীয় মসজিদে তাঁর প্রথম জানাজা হবে। সেখান থেকে মরদেহ তাঁর বাড়ি ময়মনসিংহের বাগমারায়
নেওয়া হবে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
শাকিলের মরদেহ সন্ধ্যা ছয়টার দিকে ওই রেস্তোরাঁ থেকে বের
করা হয়। তাঁর মরদেহ আপাতত বারডেমের হিমঘরে থাকবে।
এদিকে, জিজ্ঞাসাবাদ করার জন্য সামদাদো রেস্তোরাঁর পাঁচ
কর্মীকে নিয়ে গেছে গুলশান থানা-পুলিশ।
Post A Comment:
0 comments: