রনি মোহাম্মদ( লিসবন,পর্তুগাল): পর্তুগাল প্রবাসী নোয়াখালীজেলার সন্তান, জাগোনিউজ২৪.কম (Jagonews24.com) পর্তুগাল প্রতিনিধি নাঈম হাসান পাভেলের পিতা জনাব এমদাদ হোসেন (হেলাল) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি.....রাজিউন)।

বাংলাদেশের স্থানীয় সময় শনিবার রাত ২ টা ৫৫ মিনিটে ঢাকার ইসলামী ব্যাংক সেন্ট্রাল হসপিটালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৯ বছর। 

বৃহত্তর নোয়াখালী এ্যাসোসিয়েশন ইন পর্তুগাল এর উদ্যোগে মরহুমের ত্মার শান্তি কামনা করে বাদ এশা লিসবন রাঁধুনী রেষ্টুরেন্টে দোয়া মাহফিলের অায়োজন করা হয়েছিলো, এতে দোয়া পরিচালনা করেন বংলদেশ ইসলামিক সেন্টার ও বায়তুল মোকাররম মসজিদের খতিব মাওলানা আবু সাইদ। উক্ত দোয়া মাহফিলের লিসবন বাংলাদেশ কমিউনিটির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর অাগে লিসবনস্থ বাংলাদেশী অধ্যুষিত মার্তৃম মনিজ জামে মসজিদে বাদ মাগরিব বিশেষ দোয়া ও মোনাজাতের অায়োজন করে ইসলামিক ফোরাম ইউরোপের নেতৃবৃন্দ।
সাংবাদিক নাঈম হাসান পাভেলের বাবার মৃত্যুতে নোয়াখালী এ্যাসোসিয়েশন ইন পর্তুগালের সভাপতি হুমাযুন কবির জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক মহিন উদ্দীন, সিনিয়ার ভাইস প্রেসিডেন্ট অাবুল কালাম জাদ, ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান মাসুদ, শহীদ উল্ল্যা সহ আমিন রহমান ভূঁইয়া, নজরুল ইসলাম সুমন, অাইয়ুব অালী মরহুমের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।


এছাড়াও পর্তুগাল অাওয়ামী লীগ, বিএনপি, ইসলামিক ফোরাম ইউরোপ, অল ইউরোপ বাংলাদেশী প্রেস ক্লাব,   সিলেট যুব ফোরাম, পর্তুগাল প্রবাসী বাংলা মিডিয়া পরিবার, বাংলা পিটি সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন সহ বিভিন্ন কমিউনিটি নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: