মোঃ কামরুজ্জামান,ফ্রান্স
থেকে : গত ২৫শে ডিসেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসের লা কর্ণভ মাঠে বি.সি.এফ বিজয়
দিবস ক্রিকেট টুর্নামেন্ট ২০১৬ এর ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
হয়েছে।
গত ১৮ই ডিসেম্বর ২০১৬ তারিখ থেকে ২৫শে ডিসেম্বর পর্যন্ত এই ক্রিকেট
টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স এবং বাংলাদেশ ক্রিকেট
ক্লাব প্যারিসের যৌথ আয়োজনে বিসিএফ বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্টে সাত জন
বীরশ্রেষ্ঠ এর নামে সাতটি এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ
জি ওসমানীর নামে একটি দল সহ মোট আটটি দল অংশ গ্রহণ করে। গতকালের ফাইনাল খেলায়
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ দল চ্যাম্পিয়ন এবং জেনারেল এম এ জি ওসমানী রানার আপ
হওয়ার গৌরব অর্জন করেন। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় । পুরস্কার
বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি.সি.এফ এর প্রধান উপদেষ্টা
মোজাম্মেল হোসাইন , আয়োজক কমিটির অন্যতম প্রধান বিসিএফ
পরিচালক এম ডি নূর , বাংলাদেশ ক্রিকেট ক্লাব প্যারিসের
সভাপতি আজিজুল হক সুমন , সাধরণ সম্পাদক ওয়াহিদুজ্জামান
টিপু , ফঞ্চে আবেক রাব্বানীর পরিচালক কৌশিক রাব্বানী খান
ও রেড বিডি প্রোডাকশনের কর্ণধার জাকারিয়া মিঠু প্রমুখ। বিজয় দিবস ক্রিকেট
টুর্নামেন্ট সফল করার জন্য যারা সহযোগিতা করেছেন, টুর্নামেন্টের
আয়োজক কমিটি তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য,বাংলাদেশের বিজয় দিবস উদযাপন উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন
ফ্রান্সের মাটিতে এটিই প্রথম । স্বদেশের প্রতি ভালোবাসা ও ক্রিকেট উম্মাদনার
মাধ্যমে ফ্রান্সে বাংলাদেশের মহান বিজয় দিবসে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন সর্ব
মহলের প্রশংসা কুঁড়িয়েছে। প্রতি বছর বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষ্যে ফ্রান্সে
ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা অব্যাহত থাকবে বলে
জানিয়েছেন বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (বিসিএফ) এবং বাংলাদেশ ক্রিকেট ক্লাব
প্যারিস (বিসিসিপি)।
Post A Comment:
0 comments: