ফ্রান্স : বাংলাদেশী প্রবাসী খ্রীষ্টান এসোসিয়েশন,তুলুজ,ফ্রান্স এর আয়োজনে প্রাক বড়দিন ২০১৬ অত্যন্ত উৎসব মুখর পরিবেশে উদযাপন করা হয়।গত ৪ ডিসেম্বর রোজ রবিবার তুলুছের স্হানীয় মার্টিনের রেষ্টুরেন্টে এ অনুষ্ঠিত এই উৎসবটি ২টি পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে পিঠা উৎসব ও দ্বিতীয় পর্বে ছিল মনোজ্ঞ সাস্কৃতিক অনুষ্ঠান।অনুষ্টানের শুরুতে বাইবেল পাঠ করেন মার্ক কস্তা ও প্রার্থনা করেন প্রনতি ক্রুশ ।

অনুষ্ঠানটির ১ম পর্বের উপস্থাপনায় ছিলেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মার্ক রায় এবং ২য় পর্বে উপস্থাপনা করেন ভিক্টর শেখর রোজারীও।
পিঠা মেলায় অংশ নেন প্রনতি ক্রুশ, কল্পনা কস্তা সহ প্রবাসী খ্রীষ্টান মহিলারা। কেক কাটেন ফাদার ভিনসেন্ট গেলোয়া।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, নিকোলাস পিউরিফিকেশন, হিলারী মিন্জ, মার্টিন ডায়েস, শিতল রোজারিীও (কাষাধ্যক্ষ), লরেন্স গমেজ (উপদেষ্টা), ফাদার ভিনসেন্ট গেলোয়া, ডমিনিক যোষেফ কস্তা (সভাপতি)।


বক্তারা বলেন প্রবাসে বেড়ে উঠা  নতুন প্রজন্মের কাছে আমাদের সংস্কৃতিকে প্রতি বছর উপস্হাপন করা একান্ত প্রয়োজন । এতে সংস্কৃতি আরো প্রসারিত হবে ।
Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: