সুফিয়ান আহমদ, বিয়ানীবাজার প্রতিনিধিঃ প্রশাসনের কঠোর নজরদারির পরও
বিয়ানীবাজারে বন্ধ হচ্ছে না টিলা কাটা । প্রায় প্রতিদিনই উপজেলার কোথাও না কোথাও ধুমধামে চলছে টিলা ধ্বংসের কাজ। যার ফলে একদিকে যেমন ধ্বংস করে দেয়া হচ্ছে টিলাগুলোকে অন্যদিকে
মারাত্মকভাবে ক্ষতি হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। আর মধ্যখানে হাজার হাজার টাকা গুনছেন
অসাধু মাটি ব্যবসায়ীরা। সম্প্রতি এ ব্যবসার সাথে জড়িত সরকার দলীয় এক নেতা যেকোনো উপায়ে
প্রশাসনকে ম্যানেজ করার চেষ্টা চালিয়ে অবেশেষে ব্যর্থ হওয়ারও খবর পাওয়া গেছে।
এরপরও থামানো যাচ্ছে না পরিবেশ বিধ্বংসী টিলামাটি কাটার অপতৎপরতা। তারা স্থানীয়
প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে প্রতিনিয়ত টিলা ধ্বংসের কাজ করে যাচ্ছেন।
এদিকে রোববার বিকেলে গোপন সংবাদে উপজেলার লাউতা ইউনিয়নের
কালিবাড়ি বাজার এলাকায় টিলামাটি কাটার সাথে জড়িত থাকার অপরাধে ট্রাক্টরসহ লতিফ
উদ্দিন (৪৮) নামের এক চালককে আটক করে বিয়ানীবাজার থানা পুলিশ। আটক লতিফ পাতন
গ্রামের জবলু মিয়ার ট্রাক্টরটি চালিয়ে আসছেন দীর্ঘদিন ধরে। সে মাটি ব্যবসায়ী জবলু
মিয়ার নির্দেশে টিলা কাটার পর মাটি বোঝাই করে অন্যত্র নিয়ে ভরাটের কাজ করছিলো। আটক
লতিফের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা কিংবা মোবাইল কোর্টে জরিমানা আদায় করাও হতে
পারে বলে জানান বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী।
তিনি বলেন, বিয়ানীবাজারের
কোথাও টিলাকাটার আর সুযোগ দেয়া হবে না। টিলা কাঁটার খবর পেলেই আমরা মালিকসহ যারা
সংশ্লিষ্ট থাকবেন তাদেরকে আটক করবো। কোন ছাঁড় দেয়া হবে না।
Post A Comment:
0 comments: