রনি মোহাম্মদ,পর্তুগাল:
পর্তুগালের দ্বিতীয় বৃহওর শহর পর্তোতে বাংলাদেশ দূতাবাসের
নবনিযুক্ত কনস্যুলার হাসান আব্দুল্লাহ তৌহিদ এর সম্মানে বাংলাদেশ কমিউনিটির পর্তোর
পক্ষ থেকে পর্তোর স্থানীয় একটি রেষ্টুরেন্টে বিপুল সংখ্যক প্রবাসি বাংলাদেশীদের
উপস্থিতিতে এক অনাড়ম্বর নৈশ ভোজের মাধ্যমে সংবর্ধনা দেয়া হয়।
বাংলাদেশ কমিউনিটির পর্তোর
সভাপতি শাহ আলম কাজালের সঞ্চালনায় নৈশ ভোজে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের
কনস্যুলারের সহকারি ওয়ায়েস করণী খান, পর্তোর কমিউনিটি ব্যাক্তিতো মামুন
হাজরি, নাজির আহমেদ, আব্দুল আলিম,
মোর্শেদ আলম, তৌহিদ আলম, মহিন আহমেদ, মোজ্জাম হোসেন, সর্দার হোসেন, লিটন মিয়া, বেলাল হোসেন সহ কমিউনিটি, রাজনৈতিক, সামাজিক সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
অনুষ্টনের শুরুতে কনস্যুলার
হাসান আব্দুল্লাহ তৌহিদকে ফুল দিয়ে বরণ এবং পরিচয় করিয়েদেন বাংলাদেশ কমিউনিটির
পর্তোর সভাপতি।
এর পর শাহ আলম কাজালের নেতৃত্বে কমিউনিটির পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে
সম্মানোনা জানানো হয়।
নবনিযুক্ত কনস্যুলার হাসান
আব্দুল্লাহ তৌহিদ তার শুভেচছা বক্তব্যে, পর্তো বসবাসরত সকল প্রবাসী
বাংলাদেশীদেরকে ধন্যবাদ জানান, এবং বলেন এমন আনন্দঘন
পরিবেশে সকলের সাথে একত্রে মিলিত হতে পেরে আমি আনন্দিত।
প্রবাসী বাংলাদেশীদের
সমস্য দূরি করন আমাদের প্রধান লক্ষ।
Post A Comment:
0 comments: