নুরুল ওয়াহিদ কোপেনহেগেন থেকে : যথাযোগ্য মর্যাদায় কোপেনহেগেনে
পালিত হয়েছে মহান বিজয় দিবস। শনিরার ১৭ই ডিসেম্বর বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে দুতাবাস
প্রাঙ্গনে আয়োজন করা হয় আলোচনা সভা ।
শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে কোরআন
তেলায়াত ও মুক্তিযোদ্ধে শহীদদের প্রতি সম্মান জানিয়ে ১ মি: নিরবতা পলন করা হয় । আলোচনা
সভায় সভাপতিত্ব করেন রাষ্টদূত আব্দুল মুহিদ । পরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর
বাণী পাঠ করে শুনানো হয়। দূতাবাসের হলরুমে প্রথম সচিব শাহরিয়ার শাকিলের পরিচালনায় রাষ্ট্রদূত
তার বক্তৃতায় বলেন, বঙ্গবন্ধুর ত্যাগ, বিচক্ষণতা ও যোগ্য নেতৃত্বে আমরা একটি স্বাধীন
দেশ পেয়েছি। বঙ্গবন্ধু সমৃদ্ধ সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। দেশ এখন অর্থনৈতিক
ভাবে সমৃদ্ধশালী হচ্ছে । সেই লক্ষে তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী সেই লক্ষেই
কাজ করে যাচ্ছেন । তিনি প্রবাসীদের অবদানের কথা তুলে ধরেন বলেন, প্রবাসীদের পাঠানো
রেমিট্যান্স দেশীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যার কারণে জিডিপি প্রবৃদ্ধির
হার দাড়িয়েছে ৬.৩ শতাংশ । এ সময় উপস্থিত ছিলেন, মাহবুবুল হক,চিত্র শিল্পী রুহুল আমিন
কাজল,হাসনাত রুবেল, মাহবুবুর রহমান,নাসির সরকার,খোকন মজুমদার, লিংকন মোল্লা, বিদ্যুৎ
বড়ুয়া,নুরুল ইসলাম টিটু,জাহাঙ্গির আলম,সফিউল আলম শাফি,বদরুল আলম রনি,সফিকুর রহমান,মঞ্জুর
আলম লিমেন সহ দুতাবাসের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক,সাংস্কৃতিক সংগঠনের
নেতৃবৃন্দ। অনুষ্টান শেষে বাংলাদেশী খাবার পরিবেশন করা হয় ।
Subscribe to:
Post Comments (Atom)
Post A Comment:
0 comments: