সুফিয়ান আহমদ, বিয়ানীবাজার প্রতিনিধিঃ যথাযোগ্য মর্যাদা ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে বিয়ানীবাজারে পালিত হয়েছে মহান বিজয় দিবস। এউপলক্ষ্যে উপজেলা প্রশাসন হাতে নেয় নানা আয়োজন।
এসবের মধ্যে ছিলো মহান মুক্তিযোদ্ধে শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পন,কুচকাওয়াজ অনুষ্টান, শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদান, প্রীতি ফুটবল খেলা ও সাংস্কৃতিক অনুষ্টান। দিনব্যাপী আয়োজিত এঅনুষ্টান মালার শুরুতেই বিজয়ের প্রথম প্রহরে পৌরশহরের শহীদ টিলাস্থ স্মৃতিসৌধে পুষ্পামাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, বিয়ানীবাজার সরকারী কলেজ, উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগসহ এর অঙ্গসংগঠন, উপজেলা বিএনপি, যুবদল,ছাত্রদলসহ এর অঙ্গসংগঠন, উপজেলা জাতীয় পার্টি, জাতয় যুব সংহতি, জাতীয় ছাত্র সমাজ, বিয়ানীবাজার প্রেসক্লাব, রোটারী ক্লাব অব বিয়ানীবাজার, রোটারেক্ট ক্লাব অব বিয়ানীবাজার, লায়ন্স ক্লাব অব বিয়ানীবাজার,গোলাবশাহ কিশোর সংঘসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন।

এরপর সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে পৌরশহরের পিএইচজি হাই স্কুল মাঠে শুরু হয় বিজয় দিবসের দ্বিতীয় অধিবেশনের কার্যক্রম। উপজেলার ৩৭ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ পুলিশ প্রশাসন, স্কাউট দল অভিবাদন জানান ও মনোরম ডিসপ্লে প্রদর্শন করেন। তিন বিভাগে বিভক্ত হয়ে উপজেলার মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ডিসপ্লে প্রদর্শন করেন।  এসব ডিসপ্লেতে মহান স্বাধীনতার সংগ্রাম,বাঙ্গালী জীবন, স্মৃতি সৌধ্যসহ বিভিন্ন বিষয় উপস্থাপন করেন শিক্ষার্থীরা।
উপজেলা প্রশাসন আয়োজিত এঅনুষ্ঠানামালায় প্রধান অতিথি ছিলেন, বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিয়ানীবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রোকসানা বেগম লিমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মু: আসাদুজ্জামান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাসিব মনিয়া, সহ সভাপতি আব্দুল আহাদ কলা, যুগ্ম সম্পাদক মোস্তাক আহমদ ও সামসুদ্দিন মাখন, শিক্ষাবিদ আলী আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার হাজী এম এ কাদির, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বাবুল ও জাকির হোসেন, প্রচার সম্পাদক হারুনুর রশিদ দিপু, গবেষণা বিষয়ক সম্পাদক ছালেহ আহমদ বাবুল, সহ দপ্তর সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুশ শুক্কুর, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি সামসুল হক, সাধারণ সম্পাদক এবাদ আহমদ প্রমুখ।
সন্ধ্যার পর স্থানীয় সংগীত শিল্পীদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হয় দিনব্যাপী আয়োজিত এঅনুষ্টানমালা।

ছবি ক্যাপশন ঃ
১)   মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শনের জন্য কসবা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকার হাতে পুরষ্কার তুলে দিচ্ছেন অতিথিবৃন্দ।

২)   মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করছে ক্ষুদে শিক্ষার্থীরা।
Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: