জনপ্রিয়
অনলাইন : নারায়ণগঞ্জ
সিটি করপোরেশনের আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর জন্য দুটি শাড়ি বানিয়েছেন
দলের আলোচিত নেতা শামীম ওসমান। তিনি চান, এই শাড়ি পড়েই আইভী নির্বাচনী প্রচারে নামুক।
শুক্রবার বিকালে নরায়ণগঞ্জে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন
শামীম ওসমান। এ সময় তিনি বলেন, এই শাড়ি দুটো আমি আমার বোন আইভীকে দেব। আইনগত
কারণে আমি প্রচারে নামতে পারবো না। আমার বোন এই শাড়ি পরে প্রচারে নামবে। আর মনে হবে
ভাই তার পাশে আছে।’
সাদা রঙের ওই তাঁতের শাড়ি পাড় লাল-সবুজের। আর জমিনে সুতায়
কাজ করা নৌকার প্রতিকৃতি রয়েছে।
শামীম ওসমান বলেন, আইভী বরাবর সুতির শাড়ি পড়তে পছন্দ করেন। আর সাদা রঙের শাড়ির প্রতিও আইভীর বিশেষ দুর্বলতা রয়েছে। আমি আশা করি এই উপহার পছন্দ হবে আইভীর।
এই শাড়ি ছাড়া আইভীর জন্য আর কোনো সার প্রাইজ আছে কি না-
জানতে চাইলে শামীম ওসমান বলেন, ‘আর
একটা সারপ্রাইজ হচ্ছে ওর বিজয় সুনিশ্চিত করা। এটা সারপ্রাইজ না এটা কনফার্ম।’
Post A Comment:
0 comments: