জনপ্রিয় অনলাইন : লিবিয়া থেকে
ভূ-মধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি যাত্রার প্রাক্বালে লিবিয়ান কোস্ট গার্ডের
কাছে ৩৭ জন বাংলাদেশী কর্মীসহ তিন শতাধিক অভিবাসন প্রত্যাশী আটক হন।
লিবিয়ায়
অবস্থিত বাংলাদেশী দূতাবাসের অফিসিয়াল পেইজে ছবিসহ এ তথ্য জানানো হয়।আটককৃত সকল
অভিবাসন প্রত্যাশীকে লিবিয়ার গারিয়ান শহরের উপকূলে ‘আল-হামরা’ (রাজধানী
হতে ১০০ কিলোমিটার দক্ষিণে) ডিটেনশন সেন্টারে অন্তরীন রাখা হয়েছে। দূতাবাস হতে গত
০৭ নভেম্বর ২০১৬ তারিখে একটি প্রতিনিধি দল উক্ত সেন্টারে পরিদর্শনে যায়।
পরিদর্শনের সময় আটককৃতদের সাথে
সাক্ষাতকালে জানা যায় যে,
তাদের অধিকাংশই অতি সম্প্রতি মানব পাচার কারীদের মাধ্যমে লিবিয়ায়
প্রবেশ করেন। দূতাবাস হতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলাপক্রমে আটককৃত ৩৭ জন
বাংলাদেশীকে প্রয়োজনীয় সকল প্রকার সহায়তা প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Post A Comment:
0 comments: