সুফিয়ান আহমদ,বিয়ানীবাজার প্রতিনিধিঃ ভারতের তামিল নাড়র ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে (সিএমসি ভেলোর) চিকিৎসাধীন ক্যান্সারে আক্রান্ত সিলেট এমসি কলেজের অনার্স শেষবর্ষের মেধাবী শিক্ষার্থী বিয়ানীবাজারের সন্তান মোঃ রোকনুজ্জামান চিকিৎসার সার্বিক খোঁজ-খবর নিতে ভারতের চেন্নাইয়ের উদ্দেশ্যে যুক্তরাজ্য ত্যাগ করেছেন বিয়ানীবাজার ওয়েল ফেয়ার ট্রাষ্ট ইউ.কে এর সভাপতি মুহিবুর রহমান মুহিব, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি ইউ.কে এর সভাপতি জাহাঙ্গীর খাঁন। ১৪ নভেম্বর সোমবার রাতে চেন্নাইর উদ্দেশ্যে যুক্তরাজ্য ত্যাগ করেন তারা।


উল্লেখ্য, ক্যান্সারে আক্রান্ত বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের সারপার গ্রামের বাসিন্দা ও এম.সি কলেজের মেধাবী ছাত্র মোঃ রুকনুজ্জামানের মরণব্যাধী ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না শুনে তাঁর চিকিৎসায় এগিয়ে আসে যুক্তরাজ্যস্থ বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউ.কে। এসময় রুকনুজ্জামানের চিকিৎসার্থে যুক্তরাজ্যে ১৯ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের রয়েল রিজেন্সি হলে এক ফান্ড রাইজিংয়ের আয়োজন করেন সংগঠনের নের্তৃবৃন্দ।  এতে বিভিন্ন কমিউনিটি সংগঠনসহ ব্যক্তিবর্গ রুকনের চিকিৎসার্থে আর্থিক সহযোগীতা করেন। এরপরই রুকনকে ভারতে নিয়ে চিকিৎসা করানোর সিদ্ধান্ত হয়। বর্তমানে ভারতের তামিলনাড়র ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রুকনুজ্জামান। বিয়ানীবাজার ওয়েল ফেয়ার ট্রাষ্ট ইউ.কের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রুকন বর্তমানে কিছুটা সুস্থ রয়েছে। তার চিকিসার সার্বিক খোঁজ খবর নিতে যুক্তরাজ্য থেকে ছুটে গিয়েছেন বিয়ানীবাজার ওয়েল ফেয়ার ট্রাষ্ট ইউ.কে ও বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতির এই নের্তৃবৃন্দ।
Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: