সুফিয়ান আহমদ, বিয়ানীবাজার
প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিয়ানীবাজার
উপজেলা, পৌর ও কলেজ শাখার যৌথ উদ্যোগে আলোচনা ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে পৌরশহরের একটি কমিউনিটি সেন্টারে এই যৌথ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা
ছাত্রদলের সদস্য সচিব বি. হোসেন বাবলু’র সভাপতিত্বে এতে সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন, যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা তামিম ইয়াহইয়া আহমেদ। সভায় প্রধান
বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের গণশিক্ষা
বিষয়ক সম্পাদক কাজী মাহবুব। বিয়ানীবাজার সরকারী কলেজ
ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন
ও কলেজ ছাত্রদল নেতা সুমন আহমদের যৌথ
পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম
আহবায়ক নজরুল ইসলাম, আলী হোসেন, জেলা
ছাত্রদলের সদস্য রাজন আহমদ রাজু, পৌর ছাত্রদলের যুগ্ম
আহবায়ক নুর উদ্দিন ও পাভেল আহমদ, পৌর ছাত্রদল নেতা জহিরুল
ইসলাম, টিপু রানা, ওয়েছ আহমেদ,
সৈয়দ তারেক আহমদ, কবির আহমদ, ফাহিম আহমেদ,কলেজ ছাত্রদলের সভাপতি এম আলম
হোসেন, কলেজ ছাত্রদল নেতা আকবর হোসেন রাজু, সাহেদ আহমদ, আব্দুর রাজ্জাক, চারখাই ছাত্রদল নেতা সুমন আহমেদ, শরীফ আহমেদ
চারখাই ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক খালেদ আহমদ।
আয়োজিত সভায় অন্যান্যের মধ্যে
উপস্থিত ছিলেন, ছাত্রদল নেতা খায়রুল ইসলাম, মকবুল আহমেদ,
আব্দুল মুমিন, রুমন আহমেদ, জামিল হোসেন, আফজাল হোসেন, কামাল পাশা, জাহিদ হাসান, কামরুল ইসলাম, সুজন মুনতাসির, ফাহিম আহমেদ, মসরু আহমেদ, সিদ্দিকুর রহমান প্রমুখ।
আলোচনা ও কর্মী সভায় বক্তারা
বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে
পরিচালিত একটি সংগঠন। দেশের জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপির ভ্যানগার্ড হিসেবে পরিচিত
এই সংগঠনটির রয়েছে আন্দোলন ও সংগ্রামে গৌরবোজ্জল এক ইতিহাস। বক্তারা বলেন, বর্তমান ক্ষমতাসীন অবৈধ সরকার আমাদের প্রাণপ্রিয় সংগঠন বিএনপিসহ
ছাত্রদলকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। মিথ্যা মামলা দিয়ে ও হামলা চালিয়ে
হয়রানী করছে আমাদের নেতাকর্মীদের। কিন্তু সরকারের সেই আশা কখনো পূরণ হতে দিবে না
ছাত্রদল। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারের সেই আশা নিরাশায় পরিণত করবে বলে
হুশিয়ারী দেন ছাত্রদল নেতারা। সভায় বক্তারা বিএনপি’র কেন্দ্রীয় কমিটির
সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট
শামসুজ্জামান জামানসহ বিএনপি,ছাত্রদল ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপর
সরকারের মিথ্যা মামলা দিয়ে হয়রানীর নিন্দা জানান এবং অবিলম্বে আটক দলের সকল
নেতাকর্মীর মুক্তি দাবী করেন।
Post A Comment:
0 comments: