সেলিম আলম,মাদ্রিদ : ঐতিহাসিক জেল হত্যা দিবস পালন করেছে স্পেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন। গতকাল মাদ্রিস্হ বাংলাদেশ এসোসিয়েশনের হল রুমে শোকাবহ পরিবেশে দিবসটি পালন করেন দলটির নেতাকর্মীরা। 

সংগঠনের সাধারন সম্পাদক জহিরুল ইসলাম নয়নের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্পেন আওয়ামী লীগের ভার প্রাপ্ত  সভাপতি আব্দুল কাইয়ুম সেলিম । বক্তারা বলেন,স্বাধীনতাবিরোধীরাই চার নেতাকে সেদিন হত্যা করেছিল। এ হত্যাকাণ্ড শুধু স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র নয়, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। দেশ স্বাধীনের পরও ষড়যন্ত্রকারীরা কতটা সক্রিয় ছিল বঙ্গবন্ধুর পর পঁচাত্তরে এ হত্যাকাণ্ড সেটিই প্রমাণ করে। বাংলাদেশিরা জাতির এ শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে বলেও মন্তব্য করেন তিনি।  


ভারপ্রাপ্ত সভাপতির বক্তব্যে আব্দুল কাইয়ুম সেলিম বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর খুনিরা কারাগার প্রকোষ্ঠে আটক চার নেতাকে নির্মমভাবে হত্যা করে। এ হত্যাকাণ্ডের মাধ্যমে দেশদ্রোহীরা বাংলাদেশে স্বাধীনতার সপক্ষের শক্তিকে একেবারে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তায় আবার বাংলাদেশের মানুষ স্বাধীনতার চেতনা ফিরে পেয়েছে।     অতীতের সব ভেদাভেদ ভুলে আজ আমরা এক হয়েছি। এখন সময় সামনে এগোনোর। সময় হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করে যাওয়ার।
এ সময় আরো বক্তব্য রাখেন এ কে এম জহিরুল ইসলাম,ফয়জুর রহমান, আব্দুর রহমান,মামুন হাওলাদার,ইব্রাহিম খলিল, আবুল হুসেন, আমিনুল হক লুতফুর, অলিউর রহমান,রোহেল আহ্মেদ, আব্বাস উদ্দিন, আব্দুল মালেক,লুতফুর রহমান প্রমুখ।
Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: