সেলিম
আলম, মাদ্রিদ : বাংলাদেশ
জাতীয়তাবাদী দল স্পেনের আহবায়ক কমিটির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক
আলোচনা সভা অনুষ্টিত হয়েছে ।
সংগঠনের যুগ্ম আহবায়ক নুর হুসেন পাটওয়ারীর সভাপতিত্বে
অনুষ্টিত সভায় বক্তারা বলেন সে দিন দেশে এ বিপ্লব না ঘটলে অন্যান্য রাজনৈতিক দল সহ
আওয়ামীলীগ ও রাজনীতি
করার সুযোগ পেতনা ।
গত
৭ নভেম্বর
মাদ্রিদের বাংলাদেশ এসোসিয়েশন হলে তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের উপস্থিতিতে অনুষ্টিত
সভা পরিচালনা করেন যুগ্ম আহবায়ক সুহেল ভুইয়া, প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের
সাবেক সভাপতি খুরশেদ
আলম মজুমদার বলেন, দেশ
এখন খুবই সংকটময় সময় পার করছে,দেশ এবং বিদেশে জিয়ার সৈনিকেরা এক হয়ে কাজ করতে হবে ।
গণতন্ত্র পুনরুদ্ধার করতে প্রবাসে
আন্দোলন গড়ে তুলতে হবে আর সে জন্য পুর্বের ন্যায় স্পেন বিএনপি কে আরো শক্তিশালী করে
গঠন করতে হবে,তিনি মনে করেন অতি শীঘ্রই স্পেন বিএনপির নতুন কমিঠি গঠিত
হবে। সাবেক সাধারন সম্পাদক আব্দুল কাইয়ুম পঙ্কি তার বক্তব্যে বলেন ইউরোপের বিভিন্ন
দেশে যে খানে তারেক রহমান ভ্রমন করতে পারেন সে সকল দেশে তিনি নিজেই কোটনৌতিক সম্পর্ক
বৃদ্ধির জন্য ঠিম গঠন করে কার্যক্রম চালানো হবে যাহাতে করে বাঙলার গনতন্ত্র ফিরিয়ে আনতে ভুমিকা
রাখবে । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোজাম্মেল হুসেন মনু ,মিজানুর রহ্মান
বিপ্লব,সৈয়দ মাসুদুর রহমান নাসিম, সুহেল আহমেদ সামসু ,তালাত মাহমুদ উজ্জ্বল, মোখলেচুর রহমান দিদার,ইবনে
আল মাসুদ, রমিজ উদ্দিন, কাজী জসিম, আবু জাফর রাসেল, হুমায়ুন কবির রিগ্যান, সায়েদ মিয়া,
তাজুল ইসলাম, সিপার আহ্মেদ, জাকির হুসেন, ছাইফুল আলম,এস এম আসলাম প্রমুখ । বক্তারা বর্তমান সরকার কে দেশের
গণতন্ত্র ফিরিয়ে দেয়া এবং রাজনৈতিক হয়রানী, নির্যাতন, হত্যা ,ঘোম বন্ধের আহবান জানান,পরিশেষে
সভায় জিয়াউর রহমান ও তার পরিবারের মঙ্গল কামনা করেন সবাই।
Post A Comment:
0 comments: