সুফিয়ান আহমদ,বিয়ানীবাজার প্রতিনিধিঃ বিয়ানীবাজারের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন গোলাবশাহ কিশোর সংঘ এর ব্যবস্থাপনায় সামছুল-সাকিব-লিটন টি ২০ ক্রিকেট টুর্ণামেন্টে উপলক্ষ্যে স্থানীয় সাংবাদিক ও টুর্ণামেন্টে অংশগ্রহণকারীদল নিয়ে এক প্রেস কনফারেন্স অনুষ্টিত হয়েছে। সংগঠনের সভাপতি (ভারপ্রাপ্ত) আবিদ হোসেন জাবেদের সভাপতিত্বে সোমবার সন্ধ্যা ৬টায় উপজেলা কনফারেন্স হলে এই প্রেস কনফারেন্স অনুষ্টিত হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক আকবর হোসেন লাভুলর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সংঘের উপদেষ্টা ইসলাম উদ্দিন, গোলাবশাহ সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ও সংঘের উপদেষ্টা নজরুল ইসলাম, সংঘের গভর্ণিং বডির চেয়ারম্যান আবু আহমেদ সাহেদ, বিয়ানীবাজার সরকারী কলেজের ভি.পি কামিল হোসেন, সংঘের উপদেষ্টা এনাম উদ্দিন, আক্তার উদ্দিন অনিক, আজিম উদ্দিন, গভর্ণিং বডির সদস্য সাইফুদ্দিন আহমদ নোমান, সাইফুল ইসলাম সুয়েল ও মারুফ আহমদ, সাংবাদিক আহমেদ ফয়সাল, সাদেক আহমদ আজাদ, শাহিন আলম হৃদয়, আবুল হাসান, ইমাম হাসনাত সাজু, শিপার আহমদ পলাশ ও তোফায়েল আহমদ,বিয়ানীবাজার ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সভাপতি জিয়াউর রহমান, বর্তমান সভাপতি সালেক আহমদ, ক্রীড়া সংগঠক জাবেদ হোসেন, জুনেদ খান, সালেহ আহমদ শাহিন, ওয়াহিদুর রহমান, শাহান আহমদ, জাকারিয়া আহমদসহ খেলায় অংশগ্রহণকারী ১৬ টি দলের ম্যানেজার, অধিনায়ক, খেলোয়াড়বৃন্দ ও সংগঠনের সকল নেতৃবৃন্দ।
সংঘের ক্রীড়া সম্পাদক মাসুদ আহমদ জনির শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া কনফারেন্সে জানানো হয়, আগামী ২৫ শে নভেম্বর শুক্রবার বিকেল ৪টায় পিএইচজি হাই স্কুল মাঠে সাংস্কৃতিক অনুষ্টানের মাধ্যমে খেলার অনুষ্টানিক উদ্বোধন ঘোষণা করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল।

নক আউট পদ্ধতিতে ও আন্তর্জাতিক মান বজায় রেখে আয়োজিত এখেলায় অংশগ্রহণ করবেন, নর্থ সাউথ স্পোর্টিং ক্লাব, জলঢুপ ক্রিকেট ক্লাব, ঘুঙ্গাদিয়া ক্রিকেট ক্লাব, স্বাধীন বাংলা ক্রিকেট ক্লাব, বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ, বসুন্ধরা ক্রিকেট ক্লাব, এ্যারাইভেল্স ক্রিকেট ক্লাব, চলন্তিকা ক্রিকেট ক্লাব, নিদনপুর সুপাতলা ইয়ুথ এসোসিয়েশন, ফতেহপুর ক্রিকেট ক্লাব, খাসাড়ীপাড়া ক্রিকেট ক্লাব, ঘুঙ্গাদিয়া নবীন সংঘ, বড়দেশ ক্রিকেট ক্লাব, বিয়ানীবাজার ক্রিকেট একাডেমী, দ্যা লিজেন অব বিয়ানীবাজার,নিদনপুর চাষী ইয়ুথ ক্লাব।
Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: