আফাজ জনি : স্পেনের
বার্সেলোনার বাংলা স্কুল আয়োজন করে বই বিতরণ উৎসব ও আলোচনা সভা।
গত ১৯ নভেম্বর স্থানীয়
স্কুলা পিয়ায় অনুষ্ঠিত হওয়া এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল সভাপতি শাহ আলম
স্বাধীন এবং পরিচালনা করেন শিক্ষক জাহাঙ্গীর আলম। এ সময় অন্যানের মধ্যে বক্তব্য
রাখেন বাংলাদেশ দূতাবাসের লেবার উইং এর কাউন্সিলর মোহাম্মদ শরিফুল ইসলাম, অনারারি কন্সুলার
রামন পেদ্র,
আউয়াল
ইসলাম, জুয়েল আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে প্রায় অর্ধ শতাধিক শিশু কিশোরকে বাংলা ভাষার প্রতি আগ্রহ স্মৃষ্টিতে
দুতাবাসের সহযোগীতায় বই বিতরণ করা হয়। বাংলা আমাদের শেকড় উল্লেখ করে অতিথি এবং
আয়োজকরা অভিবাকদেরকে আমন্ত্রন জানান, তাদের ছেলে মেয়ের বাংলা লিখা এবং পড়ার প্রতি আগ্রহ
বাড়াতে।
Post A Comment:
0 comments: