সেলিম আলম,মাদ্রিদ : ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা ছিল আওয়ামীলীগ আর বাংলাদেশের বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র।

স্বাধীনতা বিরোধী অপশক্তির সেই ষড়যন্ত্রকে কাটিয়ে উঠে বাংলাদেশ এখন শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। জেল হত্যা দিবস উপলক্ষে স্পেন আওয়ামীলীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা একথাগুলো বলেন।

গত ৬ই নভেম্বর  মাদ্রিদে বাংলাদেশ এসোসিয়েশনের হলরুমে আয়োজিত  এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্পেন আওয়ামীলীগ নেতা আক্তার হোসেন আতা। রিজভী আলমের পরিচালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তারা জাতীয় চার নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান,   সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা এস আই রবিন, জাকির হোসেন,আব্দুল গফুর ফরিদ, বদরুল ইসলাম মাস্টার, আক্তার হোসেন, আমিনুল হক লুতফুর, ফয়সল ইসলাম প্রমূখ। বক্তারা বলেন, বঙ্গবন্ধুর অবর্তমানে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেয়া জাতীয় এ চার নেতাকে কারাগারের নিরাপদ আশ্রয়ে থাকাবস্থায় যেভাবে জঘন্য, নৃশংস ও বর্বরোচিতভাবে হত্যা করা হয়েছে।

 তা পৃথিবীর ইতিহাসে বিরল।আলোচনাসভা শেষে জাতীয় চার নেতার রূহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।  
Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: