সুফিয়ান আহমদ, বিয়ানীবাজার প্রতিনিধিঃ বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নে
ট্রাক্টর দূর্ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন চালক মিলন আহমদ (৪০)। গুরুত্বর আহত
অবস্থায় তাকে প্রথমে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখান থেকে
আশংকাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, সোমবার দুপুরে উপজেলার দুবাগ ইউনিয়নের খাড়াভরা গ্রামের মিলন
আহমদ চুক্তি ভিত্তিক অন্যের জমি চাষের জন্য নিজের ট্রাক্টর নিয়ে গ্রামের নিকটবর্তী
হাওরে যান। সেখানে চাষ করার একপর্যায়ে
ট্রাক্টরের বেল্ট ছিড়ে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর থেকে ছিটকে পড়েন তিনি। এসময়
মিলন মাথায় ও হাতে গুরুত্বর আঘাত পান। তাঁর হাতের আঙ্গুলও কেঁটে যায়। আহত অবস্থায়
তাকে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখান থেকে সিলেট এমএজি ওসমানী
মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাঁর অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
Post A Comment:
0 comments: