আহমেদ হোসাইন,লিসবন,পর্তুগাল : ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট, জাতীর
পিতাকে স্ব-পরিবারে হত্যার পর বাজ্ঞালী জাতীকে নেতৃত্ব শুন্য করার ঘৃন্য চক্রান্তের
শিকার হয়ে ইতিহাসের বর্বর হত্যা কান্ডে নিহত হন বাংলার চার জাতীয় নেতা।
পৃথিবীর সভ্য
দেশ গুলোর নিরাপদ জায়গা হলো জেলখানা,যেখানে অপরাধীরা ও নিরাপদ থাকে,অথচ পাকিস্তানী
হায়েনাদের এজেন্ট এদেশী দালালরা বিপদগামী সেনা সদস্যদের মাধ্যমে,জেলখানার মত নিরাপদ
জায়গায় প্রবেশ করে নিষ্টূরভাবে হত্যা করে, সৈয়দ নজরুল ইসলাম,তাজউদ্দীন আহমেদ,ক্যাপ্টেন
মনছূর আলী,এ এইচ এম কামারুজ্জামানকে।
এই চার জাতীয় বীর দের হত্যা কান্ড দিবসে তাদের
প্রতি রইল গভীর স্রদ্ধা,ও ভালবাসা। ৩রা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে পর্তুগাল আওয়ামী
লীগের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতি আমাদের
বিনম্র শ্রদ্ধাঞ্জলী ও আলোচনা সভার আয়োজন করা হয়ছে।এতে সভাপত্বিত করেন পর্তুগাল আওয়ামী
লীগের সম্মানিত সভাপতি জহিরুল আলম জসিম এবং পরিচালনা করেন সাধারন সম্পাদক শওকত ওসমান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন পর্তুগাল আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি জনাব মিয়া ফরহাদ,সহ
সভাপতি জনাব এম এ খালেক,সিনিয়র নেতা আবুল কালাম আজাদ,গ্রিস আওয়ামী লীগের সাবেক সাধারন
সম্পাদক মিজানুর রহমান মিজান,পর্তুগাল আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মাসুদ,উদিয়মান
আওয়ামী লীগ নেতা ও সাবেক ছাএ নেতা দেলোয়ার হোসাইন,আওয়ামী লীগ নেতা আইয়ুব খাঁন,জাকির
হোসেন,সাবেক ছাএ নেতা বিতান বডুয়া ও সাবেক ছাত্র নেতা বেলাল সহ আরও অনেকে, এতে আর ও
উপস্তিত ছিলেন পর্তুগাল আওয়ামী লীগের সহ সভাপতি পনির আজমল,প্রচার সম্পাদক মজিবুর মোল্লা
,ত্রান পূনর্বাসন সম্পাদক বাদল,সহ অর্থ-সম্পাদক আফতাব ,সিনিয়র সদস্য জামাল ফকির,৩রা
নভেম্বর জেল হত্যা দিবস উৎযাপন সর্বাত্বক সহযোগিতা করেন সাবেক ছাত্র নেতা সিলেটের কৃতি
সন্তান জনাব শফিউল আলম শফি।ফাহিম,আমজাদ,সোহেল,সালাউদ্দিন ,হাসান,আরও অনেকে, এতে দোয়া
পরিচালনা করেন পর্তুগাল আওয়ামী লীগের সদস্য ফাহিম।এতে আর ও উপস্তিত ছিলেন সর্ব ইউরোপিয়ান
বাংলা প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক জনাব সেলিম উদ্দিন ।
Post A Comment:
0 comments: