এনায়েত হোসেন সোহেল,প্যারিস,ফ্রান্স : বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে প্যারিসের বিলবিলের পিরণিতে ফ্যাশন হাউস রিভলি ষ্টোরের উদ্বোধন করা হয়েছে। 

গত ৬ই নভেম্বর বিকেলে প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আবুল হোসেন। ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রথম বারের মতো বাংলাদেশী ফ্যাশন হাউস রিভলি স্টোরের উদ্বোধন উপলক্ষে এক অনাড়ম্ভর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠানের কর্ণধার মিনা গোমেজের সভাপতিত্বে ও মাইকেল সুমনের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইপিবিএ ফ্রান্সের সভাপতি ফারুক খান,সাংস্মৃতিক ব্যক্তিত্ব ইবনে সোহেল,বিকশিত নারী সংঘ ফ্রান্সের সভানেত্রী তৌফিকা শাহেদ, বাবু খান, হেলাল উদ্দিন, সুস্ময় শরীফ। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের কর্ণধার বৃষ্টি ও মিষ্টি। এ সময় বক্তারা বলেন, সাহিত্য সংস্কৃতি ও ফ্যাশনের লীলাভূমি ফ্রান্সের প্যারিসে এই প্রথম কোনো বাংলাদেশী প্রবাসীর দ্বারা ফ্যাশন হাউস নতুন দিগন্তের সূচনা করলো। আমাদের বিশ্বাস এ ধারা অব্যাহত থাকলে এবং বাংলাদেশী প্রবাসীদের সার্বিক সহযোগিতা থাকলে বাংলাদেশী ডিজাইন তথা কাপড়ের সুনাম বিস্তার করে আমাদের অর্থনীতিতে আরো ব্যাপক আকারে ভূমিকা পালন করা যাবে।উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় প্যারিসে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: