সুফিয়ান আহমদ, বিয়ানীবাজার প্রতিনিধিঃ বিয়ানীবাজার সরকারি কলেজের  প্রাক্তন অধ্যক্ষ, বড়লেখা উপজেলার দাসের বাজার আদর্শ কলেজের বর্তমান অধ্যক্ষ প্রফেসর রস্তুম আলী খাঁন আর নেই।

রোববার সকাল ৭টা ২০ মিনিটের সময় উপজেলার লাউতা ইউনিয়নের গজারাই গ্রামের নিজ বাড়িতে আকস্মিকভাবে ইন্তেকাল করেন তিনি  (ইন্নালিল্লাহী.........রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র, ৪ কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। রোববার বিকেল ৪টা ৩০ মিনিটের সময় গজারাই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।
জানাজার পূর্বে মরহুমের কর্মময় জীবনের উপর বক্তব্য রাখেন, বিয়ানীবাজার সরকারী ( অনার্স) কলেজের অধ্যক্ষ প্রফেসর দ্বারকেশ চন্দ্র নাথ, বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খাঁন, বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, শিক্ষাবীদ আলী আহমদ,অধ্যাপক রফিকুর রহমান, বিয়ানীবাজার প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খালেদ জাফরী, বিয়ানীবাজার পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস শুক্কুর, শিক্ষামন্ত্রীর এপিএস দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল ও মরহুমের ছেলে খায়রুল ইসলাম।
এদিকে শিক্ষাবিদ প্রফেসর রস্তুম আলী খানের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি।
এক শোকবার্তায় তিনি বলেন, প্রফেসর রস্তুম আলী আমৃত্যু শিক্ষার প্রসারে কাজ করেছেন। বিশেষ করে এতদ্বঞ্চলের ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষা গ্রহণে আগ্রহী করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। শিক্ষামন্ত্রী বলেন, অগণিত ছাত্রছাত্রীর প্রিয় শিক্ষক রস্তুম আলীর মতো শিক্ষা দরদি ব্যক্তিকে হারিয়ে আজ পুরো শিক্ষাপরিবার ব্যথিত। তাঁর এই অকাল মৃত্যু আমাদেরকে ব্যতিত করছে। তিনি রস্তুম আলীর শূন্যস্থান পূরণে শিক্ষকদের এগিয়ে আসার আহ্বান জানান এবং মরহুমের রূহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বিয়ানীবাজারের সর্বজন শ্রদ্ধেয় ও সুপরিচিত প্রফেসর রস্তুম আলীর আকস্মিক মৃত্যুতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ছাড়াও শোক প্রকাশ করেছেন, সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর একেএম গোলাম কিবরিয়া তাপাদার, বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ দ্বারকেশ চন্দ্র নাথ, বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি আব্দুল হাসিব মনিয়া, লাউতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এমএ জলিল, বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান, বিয়ানীবাজার উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মজির উদ্দিন আনসার, সাধারণ সম্পাদক আব্দুল হাছিব জীবন, বিয়ানীবাজার উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খালেদ জাফরী, বিয়ানীবাজার পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুশ শুক্কুর, শিক্ষামন্ত্রীর এপিএস দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, উপজেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল কুদ্দুছ টিটু, বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান,সাধারণ সম্পাদক মিলাদ মোঃ জয়নুল ইসলাম, সিনিয়র সাংবাদিক এম. হাসানুল হক উজ্জল, সাংবাদিক আহমেদ ফয়সাল, শাহিন আলম হৃদয়, ছাদেক আহমদ আজাদ, সুফিয়ান আহমদ, জুনেদ ইকবাল লাজুক,শিপার আহমদ পলাশসহ আরো অনেকে।
Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: