সুফিয়ান আহমদ, বিয়ানীবাজার
প্রতিনিধিঃ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আনুষ্টানিক উদ্বোধন
ঘোষণা হলো সমছুল-সাকিব-লিটন টি ২০ ক্রিকেট টুর্ণামেন্ট। আয়োজনের মধ্যে ছিলো পৌরশহরে র্যালী, কেক কর্তন
ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে পৌরশহরের পিএইচজি মডেল উচ্চ
বিদ্যালয় মাঠে বিয়ানীবাজারের ঐতিহ্যবাহী গোলাবশাহ কিশোর সংঘের ব্যবস্থাপনায় আয়োজিত
এ টুর্ণামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) র অন্যতম পরিচালক
শফিউল আলম চৌধুরী নাদেল।
গোলাবশাহ কিশোর সংঘের গভর্নিং
বডির চেয়ারম্যান আবু আহমদ সাহেদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খান, বিয়ানীবাজার
উপজেলা নির্বাহী অফিসার মু. আসাদুজ্জামান, বিয়ানীবাজার
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাছিব মনিয়া, যুক্তরাষ্ট্র
প্রবাসী কমিউনিটি নেতা নুরুল হক, বিয়ানীবাজার উপজেলা ক্রীড়া
সংস্থার সাধারণ সম্পাদক মো. ইসলাম উদ্দিন।
সংঘের সাধারণ সম্পাদক আকবর
হোসেন লাভলু ও ছিদ্দিক আহমদের পরিচালনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির
বক্তব্যে বিসিবি’র পরিচালক শফিউল
আলম চৌধুরী নাদেল বলেন,
আগামী বছরের মে-জুনে বিসিবি’র ব্যবস্থাপনায়
রিজিওনাল ক্রিকেট টুর্নামেন্ট শুরু হবে। সরকার দলের নেতারা যদি সামান্যতম সহযোগীতা
করেন তাহলে বিয়ানীবাজার স্টেডিয়ামে খেলার একটি ভেন্যু করে দেবো।
তিনি বলেন, প্রধানমন্ত্রী
শেখ হাসিনার সরকার খেলাধুলার উন্নয়নে আন্তরিক। এ বছর ক্রীড়াক্ষেত্রে সিলেটে প্রায়
একশ’ কোটি টাকা
বরাদ্দ করা হয়েছে।
সংঘের ক্রীড়া সম্পাদক মাসুদ
আহমদ জনি’র শুভেচ্ছা
বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গোলাবশাহ
সমাজকল্যাণ সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আব্দুস শুকুর, বিয়ানীবাজার
উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আব্দুল কুদ্দুছ টিটু, গোলাবশাহ
কিশোর সংঘের গভর্ণিং বডির সদস্য সাইফুল ইসলাম সুয়েল।
আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা
ক্রীড়া সংস্থার সহ সাধারণ সম্পাদক নুরুল হক,সাপ্তাহিক
নবদ্বীপ পত্রিকার সম্পাদক ও সংঘের উপদেষ্টা
আব্দুল বাসিত টিপু,তাজ উদ্দিন কুটি, ক্রীড়া সংগঠক মইজ উদ্দিন আহমদ, সংঘের উপদেষ্টা এনাম উদ্দিন, আজিম উদ্দিন,
গভর্ণিং বডির সদস্য সাইফুদ্দিন
আহমদ নোমান, শিব্বির আহমদ,আব্দুল আমিন, বিয়ানীবাজারনিউজ২৪.কম’র সম্পাদক আহমেদ ফয়সাল, অনলাইন
নিউজ পোর্টাল বিয়ানীবাজারবার্তা২৪.কম’র প্রধান সম্পাদক ছাদেক আহমদ আজাদ, সাপ্তাহিক
সম্ভাবণা সম্পাদক মাছুম আহমদ, পূর্বসিলেটনিউজ২৪.কম’র সম্পাদক শাহীন
আলম হৃদয়, সাপ্তাহিক সম্ভাবনা পত্রিকার সম্পাদক মাছুম আহমদ, এশিয়ান টিভি ও দৈনিক শ্যামল সিলেট পত্রিকার প্রতিনিধি সুফিয়ান আহমদ,
দৈনিক উত্তরপূর্ব পত্রিকার স্টাফ রিপোর্টার মনোয়ার হোসেন লিটন,
বিয়ানীবাজারকণ্ঠ ২৪.কম নির্বাহী সম্পাদক শিপার আহমদ পলাশ,
ব্যবস্থাপনা সম্পাদক জুনেদ ইকবাল লাজুক, যুবলীগ নেতা শহিদুল ইসলাম, মারুফ আহমদ,
উজ্জল আহমদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক
ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
টুর্নামেন্টে অংশগ্রহণকারি
১৬টি দলের খেলোয়াড় ও কর্মকর্তাবৃন্দ জার্সি পরিহিত অবস্থায় উদ্বোধনী অনুষ্ঠানে
যোগদান ও অতিথিদের সাথে ফটোসেশন করেন। খেলায় অংশগ্রহণকারী দলগুলো হলো নর্থ সাউথ
স্পোর্টিং ক্লাব,
জলঢুপ ক্রিকেট ক্লাব, ঘুঙ্গাদিয়া
ক্রিকেট ক্লাব, স্বাধীন বাংলা ক্রিকেট ক্লাব, বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ, বসুন্ধরা ক্রিকেট
ক্লাব, এ্যারাইভেল্স ক্রিকেট ক্লাব, চলন্তিকা ক্রিকেট ক্লাব, নিদনপুর সুপাতলা ইয়ুথ
এসোসিয়েশন, ফতেহপুর ক্রিকেট ক্লাব, খাসাড়ীপাড়া ক্রিকেট ক্লাব, ঘুঙ্গাদিয়া নবীন
সংঘ, বড়দেশ ক্রিকেট ক্লাব, বিয়ানীবাজার
ক্রিকেট একাডেমী, দ্যা লিজেন অব বিয়ানীবাজার, নিদনপুর চাষী এন্ড ইয়ুথ ক্লাব।
Post A Comment:
0 comments: