সুফিয়ান আহমদ, বিয়ানীবাজার প্রতিনিধিঃ বিয়ানীবাজারের চারখাইয়ে তৃপ্তি ফুডসের গাড়ি ছিনতাইয়ের ঘটনায় জড়িত আরেকজন আসামীকে গ্রেপ্তার করেছে বিয়ানীবাজার থানা পুলিশ।রোববার রাতে গোলাপগঞ্জ উপজেলার রণকেলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।আটককৃত জাহিদ হাসান চৌধুরী অপু (২৮) রণকেলী গ্রামের মৃত মামুন আহমদ চৌধুরীর পুত্র । তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।

এবিষয়ে বিয়ানীবাজার থানার সাব ইন্সপেক্টর দেবাশিষ শর্মা জানান, রোববার রাতে একদল পুলিশ নিয়ে অভিযান চালিয়ে অপুকে আটক করা হয়। থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, মাসখানিকপূর্বে বিয়ানীবাজার উপজেলার চারখাইয়ে তৃপ্তি ফুডসের গাড়িতে ছিনতাইয়ের পর পালানোর সময় জনতার হাতে আটক মাইক্রোচালক সৌরভ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দিতে জড়িত সহযোগীদের নাম প্রকাশ করে। তার তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অপুকে আটক করে বলে থানা সূত্রে জানা গেছে।
Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: