জনপ্রিয় অনলাইন : ডোনাল্ড
ট্রাম্পকে প্রায়ই বলতে শোনা যায় যে, তার মা মেরি আন্নে নি
মাকলেওদ যুক্তরাষ্ট্রে ঘুরতে গিয়েছিলেন। কিন্তু বাস্তবিকতা আসলে ভিন্ন। মায়ের
সম্পর্কে মিথ্যা বলেছেন ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের অভিবাসন
নথিপত্রের তথ্য অনুযায়ী,
তিনি অভিবাসী হিসেবে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন এবং সেখানে
স্থায়ীভাবে থাকার ইচ্ছা ছিল মেরি আন্নের। চরম দারিদ্র আর হতাশার জীবন থেকে বাঁচতে
যুক্তরাষ্ট্রে অভিবাসী হিসেবে পাড়ি জমিয়েছিলেন তিনি।
১৯৩০ সালে মাত্র ৫০ ডলার নিয়ে
নিউ ইয়র্কে পৌঁছান মেরি আন্নে। সেখানে গৃহকর্মী হিসেবে নাম লেখান তিনি। এরপর ১৯৩৯
সালে ট্রাম্পের বাবা ফ্রেডের সঙ্গে বিয়ে হয় মেরি আন্নের। সেসময় একজন সফল ব্যবসায়ী
হিসেবে বেশ পরিচিত ছিলেন ফ্রেড।
যেখানে ট্রাম্পের মা নিজেই
একজন অভিবাসী ছিলেন সেখানে নির্বাচনী প্রচারণায় বার বার কঠোর অবস্থানে ছিলেন
ট্রাম্প। অভিবাসী হিসেবে ট্রাম্পের মা যদি যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারতেন
তবে আজ ট্রাম্পই বা প্রেসিডেন্ট হতেন কিভাবে? তাই প্রেসিডেন্ট যখন হয়েই গেলেন তখন
নিজের অতীত ইতিহাস ঘেঁটে ট্রাম্পের উচিত অভিবাসীদের প্রতি একটু নমনীয় আচরণ করা।
Post A Comment:
0 comments: