সুফিয়ান আহমদ, বিয়ানীবাজার প্রতিনিধিঃ গাঁজাসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে বিয়ানীবাজার থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে চারখাই ইউনিয়নের গোলাঘাট এলাকা থেকে হেলাল আহমদ (৪০) নামের ওই মাদক বিক্রেতাকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে আধা কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত হেলাল কানাইঘাট থানার গাছবাড়ি আখনি গ্রামের মৃত আহসান উল্লাহর পুত্র। তাঁর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

এব্যাপারে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গাঁজাসহ হেলালকে আটক করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: