সুফিয়ান আহমদ, বিয়ানীবাজার প্রতিনিধিঃ মিয়ানমারে মুসলিম রোহিঙ্গাদের গণহত্যার প্রতিবাদে কফিন মিছিল করেছে বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়ত। শুক্রবার বেলা ২ টায় পৌরশহরের উত্তর বাজারস্থ কেন্দ্রীয় জামে মসজিদের সম্মুখ থেকে বের হয়ে মিছিল পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ বাজারে এসে এক পথসভার মাধ্যমে শেষ হয়।

উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা তোফায়েল আহমদের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন, জেলা জমিয়ত নেতা মাওলানা আলী আহমদ, সিলেট জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক আব্দুল হামীদ খান, উপজেলা যুব জমিয়তের সভাপতি আব্দুল হামীদ, সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন, জেলা ছাত্র জমিয়তের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হাফিজ ফরহাদ আহমদ।

সংগঠনের সাধারণ সম্পাদক মারুফুল হাসানের পরিচালনায় পথসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা ফারুক আহমদ, মাওলানা মুহিউদ্দিন মাসুম, মাওলানা আব্দুল ফাত্তাহ, দিলাওয়ার হোসাইন, সাহেদ আহমদ, মাওলানা তারেক হোসাইন কিবরিয়া, ইমরান সিদ্দিকী, জাকারিয়া বকর, শাহ আলম, সুহাইল আহমদ, আবু বকর শাবেল, ওয়াহিদুর রাহমান, তোফায়েল আহমদ, সালমান আহমদসহ সংগঠনের নেতৃবৃন্দ ।
Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: