জনপ্রিয় : বাংলাদেশ গ্লোবাল সামিটে যোগ দিতে মাম হিমু এখন মালয়েশিয়াতে
বাংলাদেশ গ্লোবাল সামিটে যোগ দিতে ফ্রান্স বাংলা প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক,
প্যারিস বার্তার সম্পাদক এবং এস এ টিভির ফ্রান্স প্রতিনিধি মোহা. আব্দুল মালেক হিমু
(মাম হিমু) এখন মালয়েশিয়ার রাজধানী কুয়ালালাম পুরে ।
বুধবার রাতে কুয়ালালামপুরের উদ্দেশ্যে
তিনি প্যারিস ত্যাগ করেন। সামিটে অংশ নিবেন মালয়েশিয়ান বানিজ্য মন্ত্রীসহ বাংলাদেশের
গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ। সামিটে যোগ দিতে বৃহস্পতিবার কুয়ালালামপুরে পৌছেছেন আয়েবার
প্রধান উপদেষ্টা ও চ্যালেন এস এর চেয়ারম্যান আহমদ সামাদ চৌধুরী জেপি, আয়েবার মহাসচিব
মহাসচিব কাজি এনায়েত উল্লাহ । শুক্রবার ভোরে পৌছান বাংলাদেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম
ব্যক্তিত্বরা । তারা হলেন দৈনিক সংবাদ প্রতিদিন সম্পাদক আবেদ খান, একুশে টিভি’র সিইও মঞ্জুরুল আহসান বুলবুল,
বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক এবং নিউজ টোয়েন্টিফোরের সিইও নঈম নিজাম, ভোরের কাগজের
সম্পাদক শ্যামল দত্ত, দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, বাংলা ভিশনের
হেড অব নিউজ মোস্তফা ফিরোজ দিপু এবং ঢাকার দুই সিনিয়র সাংবাদিক পীর হাবিবুর রহমান এবং
মাহমুদ হাফিজ। একাত্তর টিভির ম্যানেজিং ডিরেক্টর মোজাম্মেল বাবু । এছাড়া ও ইতিমধ্যে
পৌছেছেন আয়েবার সহ সভাপতি ফখরুল আকম সেলিম, পর্তুগাল থেকে সহ সভাপতি রানা তসলিম উদ্দিন,
অষ্ট্রিয়া থেকে সহ সভাপতি আহমেদ ফিরোজ, সহ- সাধারন সম্পাদক শরিফ আল মোমিন, বিজনেস
এ্যাফেয়ার্স সেক্রেটারী সুব্রত ভট্টাচায্য শুভ, পাবলিক রিলেশন সেক্রেটারী কামাল মিয়া,
নির্বাহী সম্পাদক তাপস বড়ুয়া রিপন সহ অন্যান্যরা । শনিবার ২ দিনব্যাপী এই সামিট কর্মসূচীর
আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনার মো. শহিদুল ইসলাম প্রধান
অতিথি হিসাবে থাকবেন মালয়েশিয়া সরকারের পর্যটন ও সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী মোহামেদ
নাজরি আবদুল আজিজ এমপি। ব্যবসা-বানিজ্য, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, তথ্যপ্রযুক্তি, পর্যটন,
হিউম্যান রিসোর্স, স্কিল ডেভেলপমেন্ট, নিরাপদ অভিবাসন সহ বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট
বহুবিধ ইস্যুতে চার চারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হবে, যাতে কীনোট এবং
প্যানেল স্পিকার হিসেবে কথা বলবেন মেধাবী বাংলাদেশীরা। থাকছে কুয়ালালামপুর ডিক্লারেশন।
১ম বাংলাদেশ গ্লোবাল সামিটকে ঘিরে ইতিমধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে কুয়ালালামপুরে
। বিশ্বের নানা প্রান্ত থেকে বিভিন্ন পেশায় সুপ্রতিষ্ঠিত গুণী বাংলাদেশীরা যোগ দিচ্ছেন
এই মহামলিনমেলায়।
Post A Comment:
0 comments: