জনপ্রিয়
অনলাইন : ২৪ ঘন্টাও
হয়নি, যে কথা বলে ক্ষমতায় এসেছিলেন ডোনাল্ড ট্রাম্প, সেটাই তুলে দেয়া হলো ডোনাল্ড জে
ট্রাম্পের ওয়েবসাইট থেকে।
একদিকে হিন্দু প্রীতি অন্যদিকে মুসলিম ঘৃণা, ভোট যুদ্ধের
আগে এটাই ছিল ডোনাল্ড ট্রাম্পের 'নীতি'। ধর্মকে কাজে লাগিয়ে ভোট জেতার পরই সহৃদয় হলেন
ট্রাম্প! ক্ষমতায় আসলে 'আমেরিকাতে মুসলিমদের ব্যান' করে দেবেন, এই নীতি থেকে সরে কী
তবে সাম্যতার পথেই হাঁটতে চলেছেন আমেরিকার নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড
ট্রাম্প? এই উত্তর দিতে পারে একমাত্র সময়ই।
ভোটের আগে বিশ্ব সন্ত্রাসের জন্য সরাসরি মুসলিমদেরই দায়ী করেছিলেন ট্রাম্প। এমনকি আমেরিকাকে 'মুসলিম ফ্রি' করার ডাকও শোনা যায় তার মুখে।
তবে প্রেসিডেন্ট হিসেবে জয়ের পর হাঁটলেন উল্টোপথেই। ট্রাম্পের ওয়েবসাইট থেকেই তুলে দেয়া হলো, 'মুসলিম ব্যান' শব্দ।
ভোটের আগে বিশ্ব সন্ত্রাসের জন্য সরাসরি মুসলিমদেরই দায়ী করেছিলেন ট্রাম্প। এমনকি আমেরিকাকে 'মুসলিম ফ্রি' করার ডাকও শোনা যায় তার মুখে।
তবে প্রেসিডেন্ট হিসেবে জয়ের পর হাঁটলেন উল্টোপথেই। ট্রাম্পের ওয়েবসাইট থেকেই তুলে দেয়া হলো, 'মুসলিম ব্যান' শব্দ।
Post A Comment:
0 comments: