সেলিম
আলম,মাদ্রিদ : "এসো
আল্লাহর নামে গান গাই" আজকে ছোট কালকে মোরা বড় হবো ,জ্ঞানের আলোয় আমরা
আলোকিত করবো চারদিক এই স্লোগানকে সামনে রেখে গত ২২ অক্টোবর সকাল ১১ টায় মাদ্রিদের
লাভাপিয়েছে "মুসলিম ফোরাম অফ স্পেনের" লাইব্রেরী মিলনায়তনে আলহামরা একাডেমিয়া
কুলতোরালেস এর উদ্যোগে এসো আল্লাহর নামে গান গাই
ব্যানারে মাদ্রিদে বসবাসরত বাঙালী শিশু কিশোরদের নিয়ে একটি ইসলামিক সাংস্কৃতিক
প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে "মুসলিম ফোরাম
অফ স্পেনের" সভাপতি নুরুল আলম এর সভাপতিত্বে অনুষ্টিত সভা পরিচালনা করেন 'আলহামরা
একাডেমিয়া কুলতোরালেস "এর পরিচালক মৌলানা মারুফ বিল্লাহ, মাদ্রিদ বাঙালী
কমিউনিটির "বায়তুন নুর" মসজিদের ঈমাম মাওলানা মৌলানা হাছান,
কমিউনিটি মক্তবের শিক্ষক
মৌলানা জামাল উদ্দিন, "বাঙলা টিভি ইউ কে" এর স্পেন প্রতিনিধি সাংবাদিক
সেলিম আলম, মাদ্রিদ বাঙালী কমিউনিটির বিশেষ ব্যাক্তিত্ব আবু সায়েম মজুমদার, মোহাম্মেদ
ইমন, হাবীব সহ কমিউনিটি ব্যাক্তিবর্গ. অনুষ্ঠানের সভাপতি নুরুল আলম বলেন, প্রবাসে আমাদের
বাঙালীদের সন্তানরা যেন ইউরোপিয়ান কালচারের সাথে মিশে না যায় পিতা মাতা হিসেবে আমাদেরকে
সেদিকে ভালোভাবে খেয়াল রাখতে হবে. "আলহামরা একাডেমিয়া কুলতুরালেস"
এর পরিচালক
মৌলানা মারুফ বিল্লাহ বলেন, স্পেনে বাঙালী কমিউনিটিতে একমাত্র ইসলামি সাংস্কৃতিক
সংগঠন হচ্ছে 'আলহামরা একাডেমিয়া কুলতুরালেস "আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে ইসলামি
সংস্কৃতিতে বেড়ে উঠতে পারে, জ্ঞানের আলোয় যেন নিজেদের গড়তে পারে এবং বিশ্বকে আলোকিত
করতে পারে সেজন্য আমাদের সন্তানদেরকে "আলহামরা একাডেমিয়া কুলতুরালেস" সংগঠনের
সাথে সম্পৃক্ত করা প্রয়োজন,
অনুষ্ঠানে শিশু কিশোরদের নিয়ে কুরান তেলাওয়াত প্রতিযোগিতা,
হামদ ও নাত প্রতিযোগিতা, এল রেতো দে বতেজা চ্যালেঞ্জ প্রতিযোগিতা, একক সংগীত ও দলীয়
সংগীত পরিবেশিত হয়, অনুষ্ঠান শেষে প্রতিযোগীদের মধ্যে আকর্ষণীয় পুরুষ্কার ও সুস্বাদু
খাবার পরিবেশন করা হয়।
Subscribe to:
Post Comments (Atom)
Post A Comment:
0 comments: