সুফিয়ান আহমদ, বিয়ানীবাজার প্রতিনিধিঃ রোটারী ক্লাব ডিষ্ট্রিক্ট ৩২৮২ এর গভর্ণর রোটারিয়ান শহিদ আহমদ চৌধুরী পিএইচএফ বলেছেন, রোটারীয়ানরা হলেন মানব কল্যাণের অগ্রদূত।

অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে রোটারীয়ানরা সব সময় অগ্রণী ভুমিকা পালন করে থাকেন। যার কারণে বিশ্বে একটি রোল মডেল হিসেবে প্রতিষ্টিত হয়ে আছে রোটারী ক্লাব। তিনি বলেন, রোটারী ক্লাব অব বিয়ানীবাজার তাদের কার্যক্রমের মাধ্যমে সিলেটসহ গোটা বাংলাদেশে পরিচিত লাভ করেছে।

যা প্রশংসার দাবী রাখে। তিনি মানব কল্যাণে কাজ করে সমাজে দৃষ্টান্ত স্থাপনের জন্য রোটারী ক্লাব অব বিয়ানীবাজারের নেতৃবৃন্দসহ সকল রোটারীয়ানদের আহবান জানান।
শনিবার সকাল ১১ টায় রোটারী ক্লাব অব বিয়ানীবাজারে অফিসিয়াল ভিজিটে এসে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ক্লাবের প্রেসিডেন্ট রোটারীয়ান সালেহ আহমদের সভাপতিত্বে ও সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডেপুটি গভর্ণর রোটাঃ একেএম শামসুল হক দিপু ও  ডিষ্ট্রিক্ট  ট্রেজারার রোটাঃ পিপি ইকবাল হোসেন।


রোটারীয়ান আব্দুল হাদীর ক্বোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সেক্রেটারী রোটাঃ মিজানুর রহমান, আ্ইপিপি রোটাঃ ফখর উদ্দিন, পিপি রোটাঃ গৌছ উদ্দিন আহমদ খোকা, পিপি রোটাঃ সাব্বির আহমদ, পিপি রোটাঃ আবুল কালাম, ট্রেজারার রোটাঃ ইমরান হোসেন দিপক, প্রেসিডেন্ট ইলেক্ট রোটাঃ নজরুল ইসলাম লিটন, রোটাঃ কামাল হোসেন, রোটাঃ লোকমান হোসেন, রোটাঃ জামিল হোসেন, রোটাঃ নাসির উদ্দিন, রোটাঃ ডাঃ আবু ইসহাক, রোটাঃ ফয়জুল ইসলাম সুজেল, রোটাঃ আব্দুল মতিন, রোটাঃ সাব্বির আহমদ, রোটাঃ দেলওয়ার হোসেন, রোটাঃ বাবুল আহমদ, আইপিপি রোঃ জুবায়ের আহমদ,পিপি রোঃ আতাউর রহমান, পিপি রোঃ আহমদ মহিউদ্দিন মিশু, পিপি রোঃ হাজী মাহবুবুর রহমান, প্রেসিডেন্ট রোঃ সিদ্দিক আহমদ, সেক্রেটারী রোঃ সালেক আহমদ, এডিটর রোঃ সুফিয়ান আহমদ, জয়েন্ট এডিটর রোঃ জাফর আহমদ, ট্রেজারার রোঃ লোকমান খন্দকার প্রমুখ। সভা শেষে রোটারীয়ান জামিল আহমদের সৌজন্যে  রোটারী ক্লাব অব বিয়ানীবাজার থেকে প্রশিক্ষণপ্রাপ্ত দুব্যক্তির হাতে সেলাই মেশিন তুলে দেন ডিষ্ট্রিক্ট গভর্ণর রোটারীয়ান শহিদ আহমদ চৌধুরী।
Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: