সুনামগঞ্জ প্রতিনিধি : টেকনাফে শুরু তেতুলিয়ায় শেষ হাসবো সারা বাংলাদেশ' এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জ কমেডি ক্লাবের আয়োজনে বিশ্ব হাসি দিবস উপলক্ষে দ্বিতীয় বারের মত কমেডি শো পালন হলো ।
কমেডিয়ান ফাহমিদুর রহমান পান্নার সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। কমেডি শো-তে প্রধান আকর্ষণ ছিলেন সিলেটের ছেলে এবং এনটিভির কমেডি রিয়েলিটি শো হা-শো সিজন ফোর এর পারফর্মার আবিদুল ইসলাম রিমন।তিনি নানান ধরনের জোকস বলে দর্শকদের মাতিয়ে রাখেন। এছাড়াও একে একে আরো পারফর্ম করতে আসেন মুখাভিনয় জুটি। যেটা রচনা ও নির্দেশনায় ছিলেন পুলক রাজ ।এরপর সুনামগঞ্জ কমেডি ক্লাবের স্টার পারফর্মাররা বিভিন্ন জোকস্ পরিবেশন করেন। সুনামগঞ্জ কমেডি ক্লাবের পারফর্মার ছিলেন তুষার, শুভ, পিয়াল, রুপক, অমিত, রাজন, মারুফ এবং সিলেট কমেডি ক্লাবের ফরহাদ এবং বাপ্পী। অনুষ্ঠানে স্বপ্নডানার পথশিশু ছোট্ট সোনামনিরা গান কবিতা নাটকের ডায়লগ দিয়ে দশকদের আনন্দ দেওয়া চেষ্টা করে ।
Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: