ফয়জুল হক রানা : গত ১৭ অক্টোবর স্পেনের দ্বীপ শহর টেনেরিফের একটি রেষ্টুরেন্ট থেকে কাতালোনিয়া যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন জাহানকে আটক করে স্পেনের ন্যাশনাল পুলিশ । 

২০১০ সালের মার্চে বৃটেনের চেথেল হামে ধর্ষন মামলায় মোহাম্মদ আলম নামের এক বাংলাদেশীকে ১৪ বছরের কারাদন্ড প্রদান করা হয়েছিল ।দীর্ঘ দিন খোজার পর বৃটেনের ন্যাশলান ক্রাইম এজেন্সি  মোষ্ট ওয়ান্ডেড ১০ জন পলাতক আসামি এক হিসাবে মোহাম্মদ আলমের নাম ঘোষনা করে ।মোহাম্মদ আলম স্পেন এসে মোশারফ হোসেন জাহান নাম ধারন করে বার্সেলোনা বসবাস শুরু করে । 

আওয়ামীলীগের সভাপতি বদরুল আলমের ছত্রছায়ায় আওয়ামী রাজনীতিতে আসে ।এবং ২০১৪ সালে কাতালোনিয়া যুবলীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয় ।এ ব্যাপারে কাতালোনিয়া যুবলীগের সভাপতি আমির হোসেন আমু সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, মোহাম্মদ আলমই যে মোশাররফ হোসেন জাহান, সেটা আমাদের জানা ছিল না।  তিনি বৃটেনে অপরাধের সাথে জড়িত, সেটাও আমরা জানতাম না। আমরা তদন্ত করে দেখছি, তিনি অপরাধের সাথে জড়িত কি না। যদি জড়িত থাকেন অবশ্যই  সংগন থেকে তাকে অব্যাহতি দেয়া হবে।

ভিডিও দেখতে ক্লিক করুন :


Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: