সেলিম আলম , মাদ্রিদ : স্পেনে বাংলাদেশ দূতাবাস এর
সম সাময়িক কার্যক্রম ও প্রবাসিদের সার্বিক সেবার পরিধি বৃদ্ধির প্রসঙ্গ নিয়ে স্থানীয়
সংবাদ কর্মীদের সাথে এক মতবিনিময় সভা করেছে মাদ্রিদস্থ বাংলাদেশ দুতাবাস ।
বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি, রপ্তানি খাতে লক্ষ্যমাত্রা পূরণ, কন্সুলেট সেবার মান উন্নয়নসহ মৃত্যুর পর প্রবাসিদের মরদেহ সরকারি খরচে বাংলাদেশে পাঠানোর কার্যক্রম শুরু করেছে মাদিস্থ বাংলাদেশ দূতাবাস। গত বুধবার মিট দা প্রেস অনুষ্ঠানে দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ দূতাবাসের পক্ষ থেকে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এ সব কথা জানান। নিম্নে প্রদান কৃত লিংক গুলোতে আপনাদের সকল প্রকার নিয়মাবলী সহ ফেইসবুকে মাধ্যমে সহায়তা প্রদানের সুবিধা রয়েছে ।
স্পেনে বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি পেয়েছে। রফতানি খাতে বাংলাদেশ স্পেনে বৈশ্বিকভাবে ৪র্থ স্থান অর্জন করেছে। বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবি ২০১৫-১৬ অর্থ বছরে রপ্তানি আয়ের যে লক্ষ্যমাত্রা প্রদান করেছিল, মাদ্রিদ মিশন তা পূর্ণ করতে সক্ষম হয়েছে এবং স্প্যানিশদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করছে বলেও জানান মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ।
মুক্ত আলোচনায় বাংলাদেশ দূতাবাসের হেড অব চেন্সেরি হারুণ আল রাশিদ, ফার্স্ট সেক্রেটারি (লেবার উইং) মোহাম্মদ শরিফুল ইসলামও উপস্থিত ছিলেন। মৃত্যুর পর প্রবাসিদের মরদেহ সরকারি খরচে বাংলাদেশে প্রেরণের প্রসঙ্গ নিয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে দূতাবাসের হেড অব চেন্সেরি হারুণ আল রাশিদ বলেন, মরদেহ সরকারি খরচে বাংলাদেশে প্রেরণের কার্যক্রম মাদ্রিদ মিশন ইতোমধ্যে শুরু করেছে এবং তা অব্যাহত থাকবে। এ আলোচনায় সংবাদকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন একাত্তর টিভির প্রতিনিধি নুরুল ওয়াহিদ, বাংলা ভিশন প্রতিনিধি মিনহাজুল আলম মামুন, বাংলা টিভি স্পেন প্রতিনিধি সেলিম আলম, আমার দেশ ও চ্যানেল আই মাদ্রিদ প্রতিনিধি বকুল খান, দেশকণ্ঠ সম্পাদক এ কে এম জহিরুল ইসলাম ও চ্যানেল আই স্পেন প্রতিনিধি সাহাদুল সুহেদ।
বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি, রপ্তানি খাতে লক্ষ্যমাত্রা পূরণ, কন্সুলেট সেবার মান উন্নয়নসহ মৃত্যুর পর প্রবাসিদের মরদেহ সরকারি খরচে বাংলাদেশে পাঠানোর কার্যক্রম শুরু করেছে মাদিস্থ বাংলাদেশ দূতাবাস। গত বুধবার মিট দা প্রেস অনুষ্ঠানে দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ দূতাবাসের পক্ষ থেকে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এ সব কথা জানান। নিম্নে প্রদান কৃত লিংক গুলোতে আপনাদের সকল প্রকার নিয়মাবলী সহ ফেইসবুকে মাধ্যমে সহায়তা প্রদানের সুবিধা রয়েছে ।
বাংলাদেশ দূতাবাস অফিসিয়াল ওয়েবসাইট : (www.bangladeshembassy.es) খোলার পাশাপাশি ফেসবুকেও আইডি : (https://www.facebook.com/Bangladesh-Embassy-Madrid) খোলা হয়েছে, যার মাধ্যমে কন্সুলেট
সেবার মান বেড়েছে, বার্সেলোনায় প্রতি দুই মাস পরপর কন্সুলেট সেবা প্রদান করায় সেখানের
প্রবাসি বাংলাদেশীরা সময় এবং আর্থিকভাবেও উপকৃত হচ্ছেন বলে জানান কমার্শিয়াল কাউন্সিলর।
স্পেনে বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি পেয়েছে। রফতানি খাতে বাংলাদেশ স্পেনে বৈশ্বিকভাবে ৪র্থ স্থান অর্জন করেছে। বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবি ২০১৫-১৬ অর্থ বছরে রপ্তানি আয়ের যে লক্ষ্যমাত্রা প্রদান করেছিল, মাদ্রিদ মিশন তা পূর্ণ করতে সক্ষম হয়েছে এবং স্প্যানিশদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করছে বলেও জানান মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ।
মুক্ত আলোচনায় বাংলাদেশ দূতাবাসের হেড অব চেন্সেরি হারুণ আল রাশিদ, ফার্স্ট সেক্রেটারি (লেবার উইং) মোহাম্মদ শরিফুল ইসলামও উপস্থিত ছিলেন। মৃত্যুর পর প্রবাসিদের মরদেহ সরকারি খরচে বাংলাদেশে প্রেরণের প্রসঙ্গ নিয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে দূতাবাসের হেড অব চেন্সেরি হারুণ আল রাশিদ বলেন, মরদেহ সরকারি খরচে বাংলাদেশে প্রেরণের কার্যক্রম মাদ্রিদ মিশন ইতোমধ্যে শুরু করেছে এবং তা অব্যাহত থাকবে। এ আলোচনায় সংবাদকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন একাত্তর টিভির প্রতিনিধি নুরুল ওয়াহিদ, বাংলা ভিশন প্রতিনিধি মিনহাজুল আলম মামুন, বাংলা টিভি স্পেন প্রতিনিধি সেলিম আলম, আমার দেশ ও চ্যানেল আই মাদ্রিদ প্রতিনিধি বকুল খান, দেশকণ্ঠ সম্পাদক এ কে এম জহিরুল ইসলাম ও চ্যানেল আই স্পেন প্রতিনিধি সাহাদুল সুহেদ।
Post A Comment:
0 comments: