সেলিম
আলম,মাদ্রিদ :
মহামায়া শ্রী শ্রী
দুর্গাদেবীর পুজা উপলক্ষে স্পেনের মাদ্রিদে নির্মিত হয় দু’টি পুজা মন্ডপ পৃথক
ভাবে উদযাপিত পূজায়
৫ দিনের বিভিন্ন অনুষ্টান মালায় অংশ গ্রহন করে প্রবাসী হিন্দু ধর্মাবলম্বীরা ।
পুজা মন্ডপ গুলো পরিদর্শন করেন
স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার সহ দুতাবাসের কর্মকর্তা
বৃন্দ । হিন্দু শাস্ত্রমতে দুর্গতি নাশিনী মা দুর্গা স্বর্গলোকের কৈলাসে স্বামী
গৃহ থেকে মতৈ পৃত্যৃলোকে বেড়াতে আসেন,সঙ্গী হিসেবে আসেন তার কন্যা স্বরসতী
ও লক্ষ্মী আর ২ ছেলে গনেশ ও কার্তিক।
সে সময় রাজা সুরত প্রথম দেবী দুর্গার আরাধনা করেন,
আর তখন থেকে শুরু হয় শারধীয় দূর্গোতসব, মাদ্রিদে পৃথক দু’টি পূজা উদযাপন কমিটির আয়োজনে অনুষ্টিত
হল সার্বজনীন শারদীয় দূর্গোৎসব ধর্ম,বর্ন,জাতী বেধাবেধ ভুলে সকলের অংশ গ্রহনে পূজা
সার্বজনীনতা লাভ করে। সকল কে শারদীয় শুভেচ্ছা প্রদান করে রাষ্ট্রদূত হাসান মাহমুদ বলেন
প্রবাসে ধর্ম বর্ন নির্বিশেষে সকল বাংলাদেশীদের মিলে মিশে বসবাস করতে হবে ।
মাদ্রিস্হ
কাইয়ে খুয়ানেলো পূজা
পরিষদের সভাপতি শ্রী উত্তম মিত্র, সেক্রেটারি স্বপন কোমার শাহা,এবং কাইয়ে ফে পূজা পরিষদের
সভাপতি উত্তম ভুঁইয়া, সাধারন সম্পাদক কাজল চন্দ্র দেশ ও বিদেশের সকল কে অভিনন্দন জানিয়ে
বলেন সকলের সার্বীক সহযোগীতা থাকলে আরো ব্যপক পরিশরে প্রতি বছর এ আয়োজন করা হবে ।
মন্ডপে সংগঠনের
নেতৃ বৃন্দের মধ্যে উপস্হিত
ছিলেন রুবেল চক্রবতী্
,শ্যমল তালুকদার, বিকাশ চক্রবতী ,পার্থ সারতী দাস সহ কমিউনিটি নেতৃবৃন্দ। মহাসপ্তমীর
মধ্য দিয়ে পুজা শুরুর পর অষ্টমী ,নভমী ও দশমীর মাধ্যদিয়ে শেষ হয় পুজার সকল আনুষ্টিকতা সম্পর্ন হয়
।
Post A Comment:
0 comments: