সিলেট : এমসি বিশ্ববিদ্যালয় কলেজে সিলেট সরকারি মহিলা কলেজের ডিগ্রী ২য় বর্ষ ফাইনাল পরীক্ষার্থী খাদিজা বেগম নার্গিস (২২) শেষে কেন্দ্র থেকে বের হওয়ার পর পূর্ব থেকে ওৎ পেতে থাকা বখাটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্রলীগের যুগ্ম সম্পাদক বদরুল ইসলাম দারালো চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয় গুরুতর আহত করে।

যা একটি স্বাধীন রাষ্ট্র কখন কাম্যনয়। এই ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (সিলেট বিভাগ) সহ-সভাপতি মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব), সহ-সাধারন সম্পাদক আহমদ চৌধুরী ফয়েজ, সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম নাচন ও সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন উজ্জ্বল বলেন, সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা খারাপ অবস্থার মধ্যে পার করছে তা এই ঘটনা প্রমাণ করে। প্রকাশ্যে একজন ছাত্রীকে এভাবে কুপিয়ে গুরুত্বর আহত করা দেশ ও জাতির জন্য অত্যন্ত ন্যক্কার জনক। নেতৃবৃন্দ বলেন ঘটনাকে রাজনৈতিক ভাবে প্রভাবিত না করে বখাটে ছাত্রলীগ সন্ত্রাসীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থ নিন।
Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: