মোঃ কামরুজ্জামান, ফ্রান্স থেকে :  ত ১৬ অক্টোবর ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি হলে বাংলাদেশ কমিউনিটি ইন ফ্ৰান্স (বি ,সি ,এফ ) ফেসবুক গ্রূপ কর্তৃক আয়োজিত আনন্দ সুপার কুইজ গ্রান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্টানে সাধারণ জ্ঞান কুইজ প্ৰতিযোগিতায় মার্সেই দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। প্রায় তিন মাস ধরে চলতে থাকা অনলাইন ভিত্তিক এ কুইজ প্রতিযোগীতার শেষ দশে টিকে থাকা নয় জন প্রতিযোগীকে প্যারিস, মার্সাই এবং লিয়ন নামে তিনটি দলে ভাগ করা হয়েছিল। প্রতিটি দলকে সাতটি করে প্রশ্ন করেন বিচারকরা। বিচারকদের রায়ে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম হওয়ার পুরস্কার জিতে নেন মার্সেই দল। এ দলে ছিলেন নাজমুল ইসলাম নাঈম, মামুনুর রশিদ ও শেখ মাহমুদুল হাসান। প্রতিযোগীতায় রানার আপ হয় লিওন গ্রুপ। এ দলে ছিলেন আবুল হাসান,রুপা টিপুল বড়ুয়া এবং রাশনা শারমিন। এছাড়া দ্বিতীয় রানার আপ হন প্যারিস গ্রুপ। এ দলে ছিলেন জাভেদ আহমেদ, কাওসার আহমেদ এবং ইকবাল হোসাইন। এর আগে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোহিত আহমেদ ও ফ্রান্সের সরবন বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী সালওয়া জাহান এর যৌথ উপস্থাপনায় শুরু হয় কুইজের সমাপনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস হেড অব চ্যান্সরি হজরত আলী খান। এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন Cour Nationale du Droit d’Asile এর আইনজীবী এডভোকেট পারভেজ দুখী, ইয়ং বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি দেলোয়ার হোসাইন এবং ফ্রান্স বাংলা দর্পণ সম্পাদক শামসুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতেই বিসিএফ ফেসবুক গ্রুপের এডমিন ও আয়োজকদের প্রধান, ইউরোপিয়ান ইয়ুথ পার্লামেন্ট মেম্বার জনাব মো নুর ইসলাম হক স্বাগত বক্তব্য রাখেন। তিনি সংক্ষেপে ফেসবুকের এই গ্রুপের কিছু সাফল্য আগত অতিথিদের সামনে তুলে ধরেন। অনুষ্ঠানের বিচারক প্যানেলে ছিলেন ফ্রেঞ্চ-বাংলা স্কুলের পরিচালিকা হাসনাত জাহান, ফ্রঁন্সে আবেক রাব্বানীর পরিচালক রাব্বানী খান ও ফ্রান্স আর্মীতে কর্মরত বাংলাদেশী অফিসার আশরাফুল আদম।কুইজ প্রতিযোগীতা সহ অনুষ্ঠানের সার্বিক তদারকিতে ছিলেন মোহাম্মাদ মোজাম্মেল, এম ডি নূর ,আজহার আহমেদ , ফারহাদ পাটোয়ারী ,মীর রাজ, সেলিম শরীফ, এলিন খান চৌধুরী, এমরান হোসাইন ,নাজমুল কবির, ফয়ছল মিয়া, আশরাফুল মোমেন প্রমুখ। অনুষ্ঠানের অন্যতম আরেকটি আকর্ষণ ছিল উপস্থাপকের একান্ত অনুরোধে প্রধান অতিথি ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস হেড অব চ্যান্সরি জনাব হজরত আলী খানের কবিতা আবৃত্তি, যা উপস্থিত সকলকে মুগ্ধ করে। ফ্রান্সের ভাষা , শিক্ষা , সংস্কৃতি ,ইতিহাস ঐতিহ্য নিয়ে কুইজ প্রতিযোগিতা ফ্রান্স বাংলাদেশ কমিউনিটির ইতিহাসে এটি প্রথম। ফ্রান্স প্রবাসীদের মধ্যে জ্ঞান চর্চা এবং একটি জ্ঞান ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে এই ধরণের সুম্পূর্ণ ব্যতিক্রমধর্মী আয়োজন সর্বমহলের প্রশংসা কুঁড়িয়েছে। উল্লেখ্য যে, ফেসবুকের ভিন্নতর ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ কমিউনিটি ইন ফ্ৰান্স (বি,সি,এফ) গ্রুপটি ফ্রান্সে উচ্চ শিক্ষা , আবাসন এবং অভিবাসন বিষয়ে বিভিন্ন তথ্য দিয়ে ফ্রান্সে বসাসরত বাংলাদেশী প্রবাসীদের সহযোগিতা করে যাচ্ছেন। ফেসবুকের ছয় হাজার চারশত এর অধিক সদস্যের এই গ্রূপটি ইতিমধ্যে ফ্রান্স প্রবাসীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে।
Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: