অনলাইন ডেস্ক : গোপনে বিয়ে করেছেন একসময়ের আলোচিত অভিনেত্রী নাজনীন
আকতার হ্যাপি। রাজধানীর রূপনগর আবাসিক এলাকায় নিজ বাসায় সোমবার (১৭ অক্টোবর) রাত
৯টার দিকে পারিবারিকভাবে বিয়ে হয় হ্যাপির।
হ্যাপির গোপন বিয়ের খবর প্রতিবেদককে নিশ্চিত করেছেন হ্যাপির
পার্শ্ববর্তী বাসার এক বাসিন্দা। এছাড়াও হ্যাপির ছোটবোন শারমিন পপি কালের কণ্ঠকে
হ্যাপির বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। হ্যাপির মুঠোফোনে
যোগাযোগ করা হলে তার ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। তারপর হ্যাপির মায়ের নম্বরে
যোগাযোগ করা হলে ফোন রিসিভ করেন হ্যাপির ছোট বোন শারমিন পপি। পপি বলেন, আপুর সুন্নত তরিকায় বিয়ে সম্প্ন্ন হয়েছে। বর কি করেন এমন প্রশ্নের
জবাবে পপি বলেন, আপাতত এটুকুই, আর
কিছু বলা যাবে না।
নাম প্রকাশে অনিচ্ছুক হ্যাপির পাশের বাসার এক ব্যক্তি জানান, হ্যাপি বিয়ে করেছেন এটা সত্য।
প্রতিবেশীদের বাসায় আজ সকালে বিয়ের মিষ্টি পাঠিয়েছেন তিনি। রাতে তার বাসায় ঘরোয়া
আয়োজনে অনুষ্ঠানও হয়েছে।
জানা গেছে, হ্যাপির বর মিরপুরের এক
মাদ্রাসায় শিক্ষকতা করেন। বিয়ের সময় দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। আপাতত
কাবিনের মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বাকি আনুষ্ঠানিকতা কয়েকদিনের
মধ্যেই শেষ হবে।
Post A Comment:
0 comments: