সুফিয়ান আহমদ,বিয়ানীবাজার প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় সিলেটের বিয়ানীবাজার উপজেলার স্কুল-কলেজ ও মাদরাসায় জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী সমাবেশ অনুষ্টিত হয়েছে।

গত ৩ সেপ্টেম্বর উপজেলার বিয়ানীবাজার সরকারী কলেজ,বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজ,বিয়ানীবাজার সিনিয়র কামিল মাদরাসা, বড়দেশ হাফিজিয়া মাদরাসা,বৈরাগীবাজার আইডিয়াল স্কুল এন্ড কলেজ, দুবাগ স্কুল এন্ড কলেজ, সৈয়দ নবীব আলী কলেজ,পঞ্চখন্ড হরগোবিন্দ উচ্চ বিদ্যালয়, খলিল চৌধুরী আদর্শ বিদ্যা নিকেতন, কসবা বালিকা উচ্চ বিদ্যালয়, বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়, বিয়ানীবাজার জামিয়া ইসলামীয়া উচ্চ বিদ্যালয়,লাউতা উচ্চ বিদ্যালয়, জলঢুপ উচ্চ বিদ্যালয়সহ উপজেলার সকল স্কুল-কলেজ ও মাদরাসায় এই সমাবেশ অনুষ্টিত হয়। এসব সমাবেশে বক্তারা দেশ থেকে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ রোধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়ে বলেন, জঙ্গি ও সন্ত্রাসীরা দেশের শত্রু,দেশের জনগণের শত্রু। আমাদের এই দেশ সামনের দিকে এগিয়ে যাক তারা তা চায় না। আর তাই তারা  ধর্মকে ব্যবহার করে দেশে জঙ্গিবাদের উত্থান ঘটাতে চায়। কিন্তু আমরা তাঁ হতে দিতে পারি না। আমাদের দেশকে বাঁচাতে দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য আমাদের সবাইকে একসাথে তাদের প্রতিহত করতে হবে। তবেই এই দেশ জঙ্গি ও সন্ত্রাসমুক্ত হবে। সত্যিকার অর্থে আমাদের প্রিয় এই দেশ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলায় পরিণত হবে।

আয়োজিত এ্সব সমাবেশে শিক্ষাপ্রতিষ্টানের প্রধানসহ শিক্ষকমন্ডলী, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ,অভিভাভকমন্ডলীসহ বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খাঁন,উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল হাছিব মনিয়া,সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বাবুল ও জাকির হোসেন,শিক্ষামন্ত্রীর এপিএস দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, প্রবাসী কমিউনিটি ও আওয়ামীলীগ নেতা আব্দুশ শুক্কুরসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: