মঈন উদ্দিন চৌধুরী আহবায়ক, মুহাম্মদ আলী শাওন সদস্য সচিব
সুহেল
ইবনে ইসহাক: বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বিশিষ্ট রাজনীতিবিদ ও
সাবেক মন্ত্রী জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী স্মরণে গত ২৪ সেপ্টেম্বর রবিবার
সন্ধ্যা ৮ ঘটিকার সময় কানাডার টোরোন্টোয় সাপ্তাহিক ভোরের আলো পত্রিকা অফিসে বাঙালী
কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
বিশিষ্ট সমাজসেবক
ও কমিউনিটি নেতা এস আর চৌধুরী রেশাদ এর সভাপতিত্ত্বে ও ভোরের আলো পত্রিকার সম্পাদক
আহাদ খন্দকার এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মঈন উদ্দিন চৌধুরী ,আখলাক
হোসাইন ,মকবুল হোসেন মঞ্জু ,মোহাম্মদ নাসির বদরু ,আমিনুর রহমান চৌধুরী বাবু, রেজাউল হক, আসাদ আহমেদ নিশু, মোহাম্মদ আলী শাওন, আব্দুল
মান্নান, ফরিদুল ইসলাম চৌধুরী ,শাহিদ চৌধুরী,
সাইফুল আলম খান, সৈয়দ মাহবুব, মোহাম্মদ
কামিল হোসাইন, সুহেল আহমেদ,
আরাফাত বকশী সুমন প্রমুখ I
সভায় সর্বসম্মতিক্রমে মঈন উদ্দিন
চৌধুরী কে আহবায়ক ও মুহাম্মদ আলী শাওন কে সদস্য সচিব করে এক আহবায়ক কমিটি গঠন করা
হয়I আহবায়ক কমিটির সদস্যবৃন্দরা হলেন; আহবায়ক:
মঈন উদ্দিন চৌধুরী,
যুগ্ম আহবায়ক(১):আখলাক হোসাইন, যুগ্ম আহবায়ক(২):মকবুল
হোসেন মঞ্জু, যুগ্ম আহবায়ক(৩):মোহাম্মদ নাসির বদরু, যুগ্ম আহবায়ক (৪): আমিনুর রহমান চৌধুরী
বাবু, সদস্য সচিব: মুহাম্মদ আলী শাওন, সহকারী সদস্য সচিব: আরাফাত বকশী
সুমন, সম্মানীয় সদস্য বৃন্দরা হলেন ; এস আর চৌধুরী রেশাদ , আহাদ
খন্দকার, সাইফুল আলম খান ,প্রফেসর মাসুদ আহমেদ ,আব্দুল মান্নান ,ফরিদুল ইসলাম চৌধুরী ,শাহিদ চৌধুরী,
সৈয়দ মাহবুব, রেজাউল হক, আসাদ
আহমেদ নিশু, মোহাম্মদ কামিল হোসাইন এবং সুহেল আহমেদ I
Post A Comment:
0 comments: