সেলিম আলম,মাদ্রিদ : মোহামেডান স্পপ্টিং ক্লাব সিলেটের
সাবেক সাধারন সম্পাদক নাজমূল ইসলাম এবং খেলা ঘর সিলেটের প্রতিষ্টাতা সদস্য সরওয়ার
খানের স্পেন ভ্রমন
উপলক্ষে এক সংবর্ধনা ও মত বিনিময় সভা করেছে সিলেট দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার
এসোসিয়েশন ইন স্পেইন।
মাদ্রিদের বাংলাদেশ এসোসিয়েশন হলে গত ৪ সেপ্টেম্বর সংগঠনের সভাপতি খালিকুজ্জামান কামালের
সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক ছায়েফুর রহমান লিটনের পরিচালনায় অনুষ্টিত সভায়
বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
এসময় বক্তব্য
রাখেন সংগঠনের প্রধান
উপদেষ্টা জালাল আহমেদ,সেলিম আলম ,আব্দুল মুহিত,আলী আহমেদ ,লাল শাহ,আফজাল
হুসেন,শামিম খান প্রমুখ । বক্তারা বলেন খেলাধুলায় অসামান্য অবধান রেখে সিলেট সহ
বাংলাদেশের ক্রীড়াঙ্গনের মান বৃদ্ধিতে যারা কাজ করেছেন তাদেরকে কাছে পেয়ে আমরা
গর্বীত নতুন প্রজন্ম
তাদের কে দেখে প্রেরণা পাবে ।
বিশেষ অতিথি
হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ মসজিদ কমিটির সভাপতি খোর্শেদ আলম মজুমদার, গ্রেটার সিলেট এসোসিয়েশনের
আহ্বায়ক আব্দুল কাইয়ুম মাসুক, সদস্য সচিব আব্দুল কাইয়ুম
সেলিম, সাবেক সাধারন সম্পাদক শিফার আহমেদ ও সাবেক সহ সাধারন
সম্পাদক আবু জাফর রাসেল । অন্যান্যদের
মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা আবুল কালাম, বাংলাদেশ
এসোসিয়েশনের আইন বিষয়ক
সম্পাদক এডভোকেট তারিক হাসান,সিলেটের বিশিষ্ট ব্যক্তিত্ব
হাবিব আল সহ অনেকে। অনুষ্টানের
শুরুতে সংবর্ধীত অতিথীদের
ফুলের তোড়া দিয়ে বরন করে নেয়ার প্রাক্ষালে তারা বলেন মাদ্রিদ বাসীর ভালবাসায় আমরা
শিক্ত ,এটা আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে চিরকাল ।
Post A Comment:
0 comments: