তুলুস
: সম্প্রতি
ফ্রান্সের তুলুজ শহরের প্রবাসী বাংলাদেশি খ্রিষ্টান সোসাইটির বাৎসরিক আনন্দ উৎসব অনুষ্ঠিত
হলো ।
গত ৪ সেপ্টেম্বর তুলুজ
বাংলাদেশী অধ্যুসিত স্হান থেকে সকাল ৯টায় নারবন সমুদ্র সৈকত ও কারকাসন রাজার বাড়ীর
উদ্দেশ্যে যাত্রা শুরু হয় এতে শতাধিক প্রবাসী অংশগ্রহণ করে। ।
যাত্রার শুরুতে প্রার্থনা করেন : কর্নেলিয়াস তুষার কস্তা ।
অনুষ্ঠানে শিশু-কিশোর, যুবক-
যুবতী, নারী ও পুরুষদের জন্য বিভিন্ন প্রতিযোগিতামূলক
খেলাধূলার আয়োজন করা হয়। পরে প্রীতিভোজ শেষে কারকাসন রাজারবাড়ি ভ্রমণের মাধ্যমে
এই আনন্দ উৎসবের সমাপ্তি হয়।
দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, তুলুজ বাংলাদেশি প্রবাসী খ্রিষ্টান সোসাইটির অগ্রজ এবং ব্যবসায়ী গাজীপুর নিবাসী ডমেনিক যোষেফ কস্তা, মার্ক কস্তা, আনন্দ রোজারিও, হিলারি মিন্স, শিতল রোজারিও, বুলবুল গমেজ, কর্নেলিয়াস তুষার কস্তা, বিপ্লব যাকোব কিসপট্রা, ও মার্ক রায় সহ অন্যরা।
এসময় বক্তারা বলেন, প্রবাসে কর্মব্যস্ততার মাঝেও পারস্পরিক আন্তরিকতা বাড়ানোর জন্য এ ধরনের সামাজিক অনুষ্ঠান আরও বেশি করা উচিত।
আনন্দ উৎসবের সাংস্কৃতিকপর্ব উপস্থাপনা করেন মার্ক রায় এবং কর্নেলিয়াস তুষার কস্তা।
মহিলা সমিতির সার্বিক ব্যবস্থাপনায় প্রনতী ক্রশের তৈরি প্রসিদ্ধ পায়েস, বিকালের নাস্তা, লটারি ড্র এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলাধুলার পুরস্কার বিতরণ করা হয়।
Post A Comment:
0 comments: