জনপ্রিয় অনলাইন ডেস্ক: মালয়েশিয়ার লরং পানতাই কেলানাং এলাকা থেকে এক বাংলাদেশির পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ।

সে দেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামার এক প্রতিবেদনে বলা হয়, সৈয়দ আলী নামের চল্লিশোর্ধ্ব ওই ব‌্যক্তিকে অন‌্য কোথাও খুন করে সৈকতের কাছে নিয়ে আগুনে পোড়ানো হয়ে থাকতে পারে বলে সন্দেহ করছেন তদন্তকারীরা।

কুয়ালা লাঙ্গাট জেলা পুলিশের প্রধান জাইলান তাসির জানান, রোববার মধ‌্যরাতে আগুন দেখে স্থানীয় বাসিন্দারা এগিয়ে যাওয়ার পর ওই ব‌্যক্তির পোড়া লাশ উপুর হয়ে পড়ে থাকতে দেখেন।
নিহতের শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে এবং তার পিঠ ও কপালে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানান তিনি।
অন‌্য কোথাও খুন করে প্রমাণ নষ্ট করার জন‌্য এখানে এনে লাশ পুড়িয়ে ফেলার চেষ্টার সম্ভাবনা আমরা উড়িয়ে দিচ্ছি না, বলেন জাইলান।
তিনি জানান, নিহতের দুই হাতের আঙুলে একটি করে আঙটি ছিল, ওয়ালেটে ছিল পাসপোর্ট (নম্বর: BC0214534)। আর বুক পকেটে ১০ ও ২০ রিংগিতের নোট পাওয়া গেছে। পাশেই পড়ে ছিল ক‌্যাস্ট্রল ইঞ্জিন অয়েলের বোতলের মুখ।

এ ঘটনায় হত‌্যার অভিযোগে একটি মামলা করা হয়েছে বলে বারনামার খবরে জানানো হয়।
Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: