এনায়েত হোসেন সোহেল,প্যারিস,ফ্রান্স : ইউরোপের প্রবাসী বাংলাদেশিদের সর্ব বৃহৎ সংগঠন ইউরোপিয়ন প্রবাসী বাংলাদেশী এসোসিয়েশন ইপিবি এর ফ্রান্স শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার প্যারিসের শাখশেলের ইবিস হোটেলের বল রোমে ব্যাপক অনাড়ম্ভর অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

এ সময় সংগঠনের ফ্রান্স শাখার ২০১৬-২০১৮ সালের জন্য ফ্রান্স শাখার ২১ সদস্য বিশিষ্ট কমিঠি গঠন করা হয়। প্যারিসের বিভিন্ন সামাজিক শ্রেণী পেশার সংগঠনের নেতাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতিতে ইউরোপিয়ন প্রবাসী বাংলাদেশী এসোসিয়েশন এর কেন্দ্রীয় সহসভাপতি মামুন মিয়ার সভাপতিত্বে ও ইপিবিএর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আবু তাহির ও প্রচার ও প্রকাশনা সম্পাদক এনায়েত হোসেন সোহেলের যৌথ পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শাহনুর খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইপিবিএ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ওসমান হোসেন মনির। 

সম্মেলনে বক্তব্য রাখেন,ইপিবিএর কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা এইচ এস হায়দার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, সহভাপতি আশরাফুল ইসলাম, সম্মানিত সদস্য এম এ তাহের , রিসার্চ এন্ড ডেভোলাপম্যান্ট সম্পাদক সুলতান বাবর, সহ-সাধারন সম্পাদক মোতালেব খান,মেহেদী হাসান অলি সহ দফ্তর সম্পাদক আমিন খাঁন হাজারী সহ-কোষাধ্যক্ষ অজয় দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক এনায়েত হোসেন সোহেল, কর্ম সংস্থান বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, সমাজে সেবা সম্পাদক ফেরদৌস করিম আখনজী, সাংস্কৃতিক সম্পাদক নজরুল ইসলাম, দেলোয়ার হোসেন ,সুমন আহমদ , মিজানুর রহমান মিজান,সহ সংগঠনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। সম্মেলনে বক্তারা বলেন, বর্তমান সরকার প্রবাসী বান্ধব সরকার। যেহেতু দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীরা বড় ভূমিকা রাখছে সেহেতু প্রবাসী বাংলাদেশীদের লাশ সরকারী খরচে দেশে প্রেরণ,যৌথ নাগরিকত্ব,ভোটাধিকার প্রদানসহ সকল দাবি দাওয়া এ সরকার গ্রহণ করবে। সম্মেলনের শুরুতেই ফ্রান্সে সম্প্রতি সন্ত্রাসী হামলায় নিয়ত ও বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। 

এসময় ইউরোপিয়ন প্রবাসী বাংলাদেশী এসোসিয়েশন ফ্রান্স শাখার ২০১৬-২০১৮ সালের জন্য ফারুক আহমদকে সভাপতি, আব্দুস সালামকে সাধারণ সম্পাদক ও দেলোয়ার হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিঠি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য কর্মকর্তাবৃন্দরা হলেন, সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ ( তুলুস), সহ-সভাপতি মুহিব আহমেদ ,সহসভাপতি খান বাবু, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন্ত রোজারিও ( তুলুস) , সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন মোজাহিদ, সহ-সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ ( তুলুস), কোষাধ্যক্ষ মোহাম্মদ মনির হোসেন,আইন বিষয়ক সম্পাদক দোলন মাহমুদ, দপ্তর সম্পাদক শাকিল সরকার, আন্তর্জাতিক সম্পাদক প্রদীপ বনিক বাসু, মহিলা সম্পাদিকা সোমা দাস, সহ মহিলা সম্পাদিকা লিলি সরদার, সাংস্কৃতিক সম্পাদক-সুস্ময় শরীফ,প্রচার সম্পাদক জাকির হোসেন,মেম্বার শিপ সম্পাদক সম্পাদক সোহেল মাহমুদ, সম্মানিত সদস্য মিজানুর রহমান মিজান, শিহাব আহমেদ।
Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: