জনপ্রিয় অনলাইন : সীমান্ত
ব্যবস্থাপনা আরও উন্নত করতে দিনাজপুরের হিলি সীমান্তে দুই দিনব্যাপী যৌথ মহড়া শুরু
হবে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর)। এতে অংশ নেবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও
ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
সোমবার (২৬ সেপ্টেম্বর) বিজিবি
হিলি আইসিপি ক্যাম্পে সীমান্ত মহড়া প্রস্তুতি উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
সভায় এ তথ্য জানায় বিজিবি।
সভায় বিজিবি জয়পুরহাট-২০
ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোস্তাফিজুর রহমান জানান, বিজিবি’র আহ্বানে মঙ্গলবার
ও বুধবার বিজিবি-বিএসএফ’র অংশগ্রহণে যৌথ সীমান্ত মহড়া অনুষ্ঠিত হবে। এতে হিলি সীমান্ত দিয়ে
ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াতকারী যাত্রীদের ব্যাগে তল্লাশি ও বন্দরের
আমদানি-রফতানি করা পণ্যবাহী ট্রাকগুলোকে দুই বাহিনী নিজ নিজ অবস্থানে থেকে তল্লাশি
করার মহড়া অনুষ্ঠিত হবে।
মহড়ায় বিজিবি দিনাজপুর সেক্টর
কমান্ডার, ডেপুটি সেক্টর কমান্ডার, ডেপুটি রিজোন
কমান্ডার, দিনাজপুর ও ফুলবাড়ি ব্যাটালিয়নের অধিনায়ক এবং
বিএসএফের পক্ষে তাদের সেক্টর কমান্ডার ব্যাটালিয়নের অধিনায়ক উপস্থিত থাকবেন।
মহড়ায় দুই বাহিনীর মধ্যে
বিরাজমান সৌহাদ্যপূর্ণ সম্পর্ক আরও বৃদ্ধি এবং সীমান্তে অপরাধ কমানো সম্ভব হবে বলে
জানান তিনি।
Post A Comment:
0 comments: