টাইম লাইন ডেস্ক : সকালে গরুর উপরে উঠে সেলফি আর বিকালে
গরুর মাংস নিয়ে যাওয়ার সময় মৃত্যু।
এ যেন পূর্বের অমানবিক কাজটির নগদ সাজা। অন্ততপক্ষে এলাকার মানুষ জনের আমনই ধারনা।জানা গেছে, সকালে আল্লাহর সন্তুষ্টির
জন্য কোরবানী করা গরুর উপরে অমানবিক ভাবে বসে মোবাইলে সেলফি তুলেছিলো এই তরুন।
বিকেলে সেই গরুর মাংশ নিয়ে এক বাসায় যাবার সময় যুবকটির মৃত্যু হয়। মারা যাবার আগে
সেই গরুটির মাংস খাওয়ার সৌভাগ্যও তার হয়নি। ঘটনাটির সংবাদ ফেসবুক ওয়াল থেকে সংগ্রহ
করা। অনেকেই মন্তব্য করছেন, আল্লার বিচার বড়ই কঠিন।
অমানবিক কাণ্ডের ফল ভোগ করলো এই যুবকটি। আরিফ নামে এক তরুণ মন্তব্য করেন- “সব কিছু নিয়ে তামাসা নয়, মানুষ যখন চরম অপরাধ করে ফেলে,
তখন স্বয়ং সৃষ্টিকর্তা তার ফল দেখান।”
Post A Comment:
0 comments: