এস আলম,মাদ্রিদ : গাউছ মুক্তি পরিষদ ইন
স্পেনের উদ্যোগে এক আলোচনা সভা ও ঈদ পুর্নমিলনী অনুষ্টান অনুষ্টিত হয়েছে ।
গত ১৮ই সেপ্টেম্বর মাদ্রিদের বাংলাদেশ এসোসিয়েশন হলে সংগঠনের আহবায়ক সুহেল আহমেদ সামসুর
সভাপতিত্ত্বে অনুষ্টিত সভা পরিচালনা করেন সদস্য সচিব ছায়াদ মিয়া। ঈদের আনন্দ ভাগাভাগি
করে সংগঠনের নেতৃবৃন্দ আলোচনা সভায় হবিগঞ্জের কৃতি সন্তান জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয়
সমবায় বিষয়ক সম্পাদক, মেয়র জি কে গাউস এর মুক্তির দাবী জানান ।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন স্পেন যুবদল সভাপতি রমিজ উদ্দিন, যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান,বিশেষ
অতিথি হিসাবে উপস্হিত ছিলেন আবু জাফর রাসেল, হুমায়ুন কবির রিগান
।বক্তরা বলেন আওয়ামীলীগ সরকার গুম হত্যা ও জেলের মাধ্যমে বিরোধী
দলের নেতা কর্মীদের
দমিয়ে রেখেছে যা কখন ও গনতন্ত্রের হাতিয়ার হতে পারেনা।
অবিলম্বে তত্বাবদায়ক সরকারের মাধ্যমে
নির্বাচন দিয়ে দেশে গনতন্ত্র পুর্নপ্রতিষ্টা করতে হবে।আলোচনা
সভায় অন্যান্যের মধ্যে
বক্তব্য রাখেন মিলাদুর রহমান, আমিন চৌধুরী, জাকির চৌধুরী,কামাল হুসেন, জসিম আহমেদ
,জামাল আহ্মেদ,ইমাম
উদ্দিন, জিলা মিয়া প্রমুখ । অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন খিজির মিয়া।
Post A Comment:
0 comments: