সেলিম উদ্দিন (লিসবন,পর্তুগাল ) :
পর্তুগালের রাজধানী লিসবনের মার্তিম মনিজ পার্কে অনুষ্ঠিত হয় ঈদের সবচেয়ে বড় জামাত
যেখানে বিভিন্ন দেশের মুসল্লীদের উপস্থিতি দেখা যায়।
সকাল সাড়ে ৮.৩০টায় এই ঈদের
জামাত শুরু হয় । এতে প্রায় ৫হাজার লোক এক সাথে খোলা ময়দানে নামাজ আদায়
করেন। জামাতে ইমামতি করেন লিসবনস্ত বায়তুল মোকাররম জামে মসজিদের খতিব অধ্যাপক আবু
সায়েদ।
এই জামাতে পর্তুগালে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত
ইমতিয়াজ আহমেদ উপস্থিত ছিলেন।এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ,সামাজিক ও
আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দের ব্যাপক উপস্তিতি লক্ষ্য করা গেছে। জামাত
শেষে সারা মুসলিম বিশ্বের শান্তি ও সংপ্রীতি সম্মৃদ্ধের জন্য দোয়া করা হয়।
বিশ্বব্যাপী ধনী-গরিব,
সাদা-কালো, হিন্দু-মুসলিম সব ভেদাভেদ
ভুলে হানাহানি প্রতিহিংসার সব অস্ত্রকে ছুড়ে ফেলে ভালোবাসা ও ন্যায়ের মূল্যবোধে
আমরা জেগে উঠি সবাই।
শুধু ঈদের দিন নয় বছরের ৩৬৫ দিনই রঙিন হয়ে আনন্দ নিয়ে আসুক
সবার জীবনে। বছরের প্রতিটি দিনই হোক ঈদের দিনের মতো বিদ্বেষহীন, এ প্রত্যাশা আমাদের সবার ৷
এ ছারা পর্তুগালের লিসবনে,আরো তিনটি ঈদের জামাত অনুষ্ঠিত হয় ৷
Post A Comment:
0 comments: