মোঃ কামরুজ্জামান, ফ্রান্স : ফ্রান্সের দক্ষিণ-পুর্বাঞ্চলীয়
পর্যটক শহর মার্সাইয়ে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। বুধবার বিকালে ছড়িয়ে পড়া দানাবলে কয়েকশ
ঘরবাড়ি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত এবং তিন জন আহত হয়েছে। আহতের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
শেষ খবর পাওয়া পর্যন্ত তিন হাজার হেক্টর এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে। মার্সাইয়ের ৪০
কিলোমিটার দুরে উত্তর পশ্চিমের শহর ফো সুর মেরেতে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। অগ্নিকান্ড
নিয়ন্ত্রনে এক হাজার দুইশত অগ্নিনির্বাপক বাহিনীর সদস্যের পাশাপাশি চারশত সেনা সদস্য
নিয়োজিত রয়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আগুন এখনও নিয়ন্ত্রনের বাইরে এবং আগুনের
ভয়াবহতা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।দাবানলের কারনে মার্সাই এলাকায় বিমান ও
ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে এবং উপদ্রুত এলাকার অধিবাসীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া
হয়েছে। দুর্যোগপূর্ণ এলাকায় ক্ষতিগ্রস্তদের সহয়তার জন্য সংশ্লিষ্ট এলাকার বিভাগীয় প্রধান
মার্টিন ভেসেল অক্টোবর মাসে এক মিলিয়ন অতিরিক্ত ইউরো বাজেটের ঘোষণা দিয়েছেন।এছাড়া পিএসিএ
অঞ্চলের সভাপতি ক্রিস্টিয়ান এস্ত্রোয়েসি জরুরী সহয়তার ঘোষণা দিয়েছেন, যার মধ্যে উল্লেখযোগ্য
বিষয় হল সম্পত্তি পুনরুদ্ধার কার্যক্রম।
Post A Comment:
0 comments: